রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাংবাদিক বৈঠক ও দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার বক্তব্য দার্জিলিং, 29 জুন: ভোট পরবর্তী হিংসার আশঙ্কা ! নির্বাচনের পরেও রাখা হোক কেন্দ্রীয় বাহিনী । এই দাবি জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস বিরোধী মহাজোট ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্সের প্রতিনিধিরা ৷ রাজ্যপাল বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷ তিনি বলেছেন, ‘‘আমি গ্রাউন্ড জিরো রাজ্যপাল । আমার দায়িত্ব হাইকোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ নির্বাচন করানোর । মানুষ যাতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাই নিশ্চিত করা । সেটাই আমি করব ।’’
রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে পাহাড়ের মহাজোটের প্রতিনিধিরা৷ বৃহস্পতিবার সকালে ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্সের আট জন সদস্যের এক প্রতিনিধি দল শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেয় । প্রতিনিধি দলে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক নীরজ জিম্বা, অখিল ভারতীয় গোর্খা লিগের সভাপতি প্রতাপ খাতি-সহ অন্যান্যরা ।
আরও পড়ুন:এক দফাতেই ভোট, স্পর্শকাতর এলাকায় যাবেন পরিদর্শনে; শিলিগুড়িতে জানালেন রাজ্যপাল
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য: এ দিন রাজ্যপাল সাংবাদিক বৈঠকে বলেন, "রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট । এরপরেও বেশকিছু জায়গায় সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি চলছে । রাজু বিস্তারাও জানালেন, পাহাড়ে নাকি তাঁদের প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না । অনেককে মনোনয়ন জমা পর্যন্ত করতে দেওয়া হয়নি । তাঁরা আমাকে একটি অডিয়ো শুনিয়েছেন, যাতে স্পষ্ট শোনা যাচ্ছে যে স্থানীয় এক নেতা প্রার্থীদের হুমকি দিচ্ছেন ।’’
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য রাজ্যপাল আরও বলেন, ‘‘যখন হাইকোর্ট নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণ নির্বাচন করানোর । তখন এসব মেনে নেওয়া যায় না । আমি গ্রাউন্ড জিরো রাজ্যপাল । নিজের সন্তুষ্টির জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি । আক্রান্তের সঙ্গে কথা বলেছি । আমার দায়িত্ব হাইকোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ নির্বাচন করানোর । মানুষ যাতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সেটাই নিশ্চিত করা । সেটাই আমি করব। রাজুরা আবেদন করেছেন নির্বাচন শেষ হলেই যাতে কেন্দ্রীয় বাহিনী সরানো না হয় । ওরা নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন । বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে ।"
আরও পড়ুন:বিজেপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
দার্জিলিংয়ের সাংসদ বিজেপির রাজু বিস্তার বক্তব্য:রাজু বিস্তা বলেন, "পাহাড়ে সন্ত্রাসের আশঙ্কা রয়েছে । ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করছি আমরা । সেই কারণে নির্বাচনের পরেও যাতে অন্তত ছয় সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়, সেই দাবি জানানো হয়েছে । কারণ, পুলিশ ও প্রশাসন তৃণমূল কংগ্রেসের বর্ধিত ক্যাডারের কাজ করছে ।"