পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Union Minister in Siliguri: হাজার কোটির প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার শিলিগুড়িতে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী - Union Minister in Siliguri

শিলিগুড়ির (Siliguri) কয়েক দশকের প্রত্যাশা ও সমস্যা সমাধান হতে চলেছে বৃহস্পতিবার । শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার বালাসন সেতু থেকে সেবক পর্যন্ত ছয় লেনের এলিভেটেড সড়ক ও মাঝে বালাসন এবং মহানন্দা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি (Nitin Gadkari is coming to Siliguri)।

Etv Bharat
হাজার কোটির প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিতে শিলিগুড়ি আসছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী

By

Published : Nov 16, 2022, 7:58 PM IST

শিলিগুড়ি, 16 নভেম্বর: রাত পোহালেই হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি (Union Transport Minister Nitin Gadkari is Coming to Siliguri to Inaugurate Thousand Crores Project)। শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার বালাসন সেতু থেকে সেবক পর্যন্ত ছয় লেনের এলিভেটেড সড়ক ও মাঝে বালাসন এবং মহানন্দা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি । মাঝে দার্জিলিং মোড়ে তৈরি হবে অত্যাধুনিক প্রযুক্তির রিং রোড । সব মিলিয়ে শিলিগুড়ির কয়েক দশকের প্রত্যাশা ও সমস্যা সমাধান হতে চলেছে বৃহস্পতিবার ।

2024 সালের মধ্যে ওই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য মাত্রা রেখেছে কেন্দ্র । কিন্তু এই প্রকল্প উদ্বোধনের আগেই শুরু হয়েছে রাজ্য বনাম কেন্দ্রের চাপানউতোর ।

আরও পড়ুন :সবুজের পথে হাতছানি প্রকল্পে এবার জুড়তে চলেছে দার্জিলিং ও গ্যাংটক রুট

বুধবার শিলিগুড়ি সংলগ্ন দাগাপুরে কেন্দ্রীয় মন্ত্রীর সভাস্থল পরিদর্শনে যান বিজেপি সাংসদ রাজু বিস্তা, বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন ও দুর্গা মুর্মু । পরিদর্শনের পর রাজু বিস্তা বলেন, "শিলিগুড়িবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হতে চলেছে । বালাসন সেতু থেকে সেবক পর্যন্ত প্রায় 12 কিমি ছয় লেনের রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি ।"

হাজার কোটির প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিতে শিলিগুড়ি আসছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী

অন্যদিকে এই বিষয়ে পালটা কেন্দ্র সরকারকে একহাত নিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । তিনি বলেন, "এতদিনে শীতঘুম ভেঙেছে এদের এই জন্য আমরা খুশি । ওই রাস্তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চারবার কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছিলেন । তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কেও আবেদন করেছিলেন তিনি । বহুদিনের সমস্যা । এখন কেন্দ্র সরকার কর‍তে বাধ্য হয়েছে । এটা বুঝতে হবে পাশে নাথুলায় ইন্দো-চিন সীমান্ত রয়েছে । পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন রয়েছে কারণ দেশের নিরাপত্তার স্বার্থ জড়িত রয়েছে ।"

আরও পড়ুন :কায়াকল্প প্রকল্পে ফের সেরার শিরোপার শিলিগুড়ি জেলা হাসপাতালের মুকুটে

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details