পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাহাড় সফরে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী, কটাক্ষ রোশন গিরির

তিনদিনের জন্য পাহাড় সফরে এসেছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। রাজনৈতিক মহলের বক্তব্য, বিধানসভা নির্বাচনের লক্ষ্য নিয়েই পাহাড় সফরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ।

প্রহ্লাদ সিং প্যাটেল
প্রহ্লাদ সিং প্যাটেল

By

Published : Jan 9, 2021, 10:03 AM IST

শিলিগুড়ি, 9 জানুয়ারি : তিনদিনের পাহাড় সফরে এসেছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। তাঁর সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মুখপাত্র রাজু বিস্তা। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে পাহাড়ে যান তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান জিএনএলএফের কর্মী সদস্যরা। মূলত বিধানসভা নির্বাচনের লক্ষ্য নিয়েই পাহাড় সফরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী । এমনই মত রাজনৈতিকমহলের একাংশের ।

পাহাড়ে বিজেপি জোট শরিক জিএনএলএফ, সিপিআরএম সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। মূলত বিমল গুরুং বিজেপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে আসার পর পাহাড়ে বেশ চাপে পরেছে গেরুয়া শিবির । লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপ নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনতে বড় সমর্থন ছিল বিমলপন্থী মোর্চার। জোট না থাকায় তাই ড্যামেজ কন্ট্রোলের জন্য বাকি জোট শরিকদের সঙ্গে আলোচনায় বসে পাহাড়ের মাটি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির।

প্রহ্লাদ সিং প্যাটেল এর বক্তব্য ও রোশন গিরির বক্তব্য

প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, "দলীয় সফর রয়েছে। তিন দিনের রাজনৈতিক কর্মসূচি ঠিক করেছেন জেলা নেতৃত্ব।" আর কেন্দ্রীয় মন্ত্রীর সফরকে কটাক্ষ করেছেন বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। শুক্রবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন শালবাড়িতে মোর্চার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে রোশন গিরি বলেন, "কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতারা পাহাড়বাসীকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার জন্য এসেছেন। কেন্দ্রীয় সরকার কিছু দেবে না। শুধু বড় বড় ভাষণ দেবে।"

পাশাপাশি কেন্দ্রের কৃষি আইনকে কৃষক বিরোধী বলে অভিযোগ করেন রোশন গিরি। তিনি আরও অভিযোগ করেন, পুঁজিপতিদের আরও বেশি সুযোগ পাইয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, "কেন্দ্রের তিনটি কৃষি আইনই ত্রুটিপূর্ণ । কৃষক মান্ডি এবং নিয়ন্ত্রিত বাজার বন্ধ করতে চাইছে কেন্দ্র। আম্বানি, আদানিদের আরও বেশি লাভ পাইয়ে দিতে চাইছে কেন্দ্র।"

ABOUT THE AUTHOR

...view details