শিলিগুড়ি, 27 সেপ্টেম্বর : ঢাকা-বাগডোগরা বিমান চলাচল শুরু হলে পর্যটনে নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদী কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক । তবে বাগডোগরা থেকে ঢাকা বিমান চলাচল নিয়ে কেন্দ্রের কাছে এখনও কোনও প্রস্তাব নেই । এই বিমান চলাচল চালু করতে কেন্দ্রের কাছে পর্যটন সংস্থাগুলিকে প্রস্তাব জমা দিতে অনুরোধ জানালেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিজিওনাল ডিরেক্টর সাগ্নিক চৌধুরি ।
শিলিগুড়িতে একটি পর্যটিন সংস্থার তরফে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিজিওনাল ডিরেক্টর সাগ্নিক চৌধুরি বলেন, "এই সার্কিটে বহু পর্যটক বাংলাদেশ থেকে আসেন । কলকাতা বিমানবন্দর ছাড়া আপাতত গুয়াহাটির সঙ্গে বাংলাদেশের বিমান চালু রয়েছে । ফলে পর্যটনের প্রসারের কথা মাথায় রেখে বাগডোগরার সঙ্গে ঢাকার বিমান চলাচল শুরু করা গেলে তা পর্যটনের প্রসারে সহায়ক হবে ।"