শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি: "ত্রিপুরায় ক্ষমতায় আসবে বিজেপি । গতবারের থেকে বেশি আসনে জয় পাবে বিজেপি ।" শুক্রবার শিলিগুড়িতে পৌঁছে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল । এদিন দু'দিনের সিকিম সফরে গেলেন তিনি । সকালে দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । সেখান থেকে সড়কপথে সিকিমের উদ্দেশ্যে রওনা দেন (Piyush Goyal on Tripura Election) ৷
এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা । বিমানবন্দরে পীযূষ গোয়েলকে স্বাগত জানান শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কর্মী-সমর্থকরা । সামনেই এরাজ্যে পঞ্চায়েত নির্বাচন এবং 2024 সালে রয়েছে লোকসভা নির্বাচন । ইতিমধ্যে উত্তরবঙ্গ সফর শুরু করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা । পঞ্চায়েত নির্বাচনকে লিটমাস পরীক্ষার পাশাপাশি লোকসভা ভোটকে পাখির চোখ করছে গেরুয়া শিবির । দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করে সংগঠনকে ঝালিয়ে নিতে শুরু করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,"আমাদের দল সবসময় তৎপর। আমাদের দলের কর্মকর্তারা সবসময় সক্রিয় থাকেন। যে কারণে পঞ্চায়েত নির্বাচনে যাঁরাই আমাদের হয়ে লড়বেন তাঁরা প্রত্যেকে জয়ী হবেন ।"