জীবন সিংকে গ্রেফতারের হুঁশিয়ারি মন্ত্রী উদয়নের শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি: ক্ষমতা ও সততা থাকলে বাংলা ভাগ নিয়ে কেন্দ্র ও রাজ্য বিজেপি নিজের অবস্থান 48 ঘণ্টার মধ্যে পরিষ্কার করুক । বুধবার খোলাখুলিভাবে এমনটাই চ্যালেঞ্জ ছুড়ে দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, আলাদা রাজ্য দাবি করা কেএলও জঙ্গি সংগঠনের নেতা জীবন সিংহ বাংলা সীমান্তে ঢুকলেই তাঁকে গ্রেফতার করবে পুলিশ। কেন্দ্রের শরণে থাকলেও কেউ তাঁকে বাঁচাতে পারবে না । এমনটাই সাফ জানিয়ে দিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) ।
বুধবার শিলিগুড়ির অদূরে উত্তরের ছয় জেলার সাত জেলা সভাপতি ও সভানেত্রীদের নিয়ে বাংলা ভাগের বিরুদ্ধে বিজেপির অবস্থান নিয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি কোচবিহারে ফের আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা । তাঁর মন্তব্যের পরই রাজনৈতিকমহলে বিতর্কের ঝড় ওঠে । মূলত বিজেপি নেতৃত্বের একের পর এক আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখে তাঁর বিরুদ্ধে সংগঠিতভাবে সুর চড়ানোর নির্দেশ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর নির্দেশের পরই এ দিন সাংবাদিক বৈঠকে সরব হয় উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ।
এ দিনের সাংবাদিক বৈঠকে উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা হিলের সভানেত্রী শান্তা ছেত্রী, সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ, জলপাইগুড়ির সভানেত্রী মহুয়া গোপ, আলিপুরদুয়ারের সভাপতি প্রকাশ চিক বরাইক, কোচবিহারের সভাপতি অভিজিৎ দে, উত্তর দিনাজপুরের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, দক্ষিণ দিনাজপুরের সভাপতি মৃণাল সরকার ।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিক, জন বার্লা, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আনন্দময় বর্মন, বিষ্ণুপ্রসাদ শর্মার মতো একাধিক নেতা কখনও গোর্খাল্যান্ড, কখনও কামতাপুর আবার কখনও জঙ্গলমহল, রাঢ়বঙ্গ বা উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন । কিন্তু এই রাজ্যে বিজেপি নেতৃত্বের গলায় আলাদা রাজ্যের দাবি শোনা গেলেও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কিংবা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মতো বিজেপি নেতৃত্ব গ্রেটার ত্রিপুরা কিংবা উত্তর - পূর্ব ভারতে আলাদা রাজ্যের দাবিকে নস্যাৎ করে দিয়েছেন । সেই জায়গায় দাঁড়িয়ে আলাদা রাজ্য তৈরি নিয়ে বিজেপি নেতৃত্ব আসলে ভোটের রাজনীতি এবং রাজ্যবাসীকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করে তৃণমূল শিবির ।
এ দিন উদয়ন গুহ বলেন, "বিজেপি ক্ষমতা থাকলে পরিষ্কারভাবে জানাক তারা আলাদা রাজ্যের পক্ষে, নাকি আলাদা রাজ্যের বিপক্ষে । এক এক জায়গায় এক এক অবস্থান মানা যাবে না । সবটাই বিভ্রান্ত আর ভোটের রাজনীতি ।" এরপরই তিনি গ্রেটার নেতা অনন্ত মহারাজ ও কেএলও নেতা জীবন সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন । উদয়ন গুহ বলেন, "জীবন সিং বিজেপির কাছে বাঘ । আমাদের কাছে শেয়াল । এখন তাঁকে নিয়ে অসমের মুখ্যমন্ত্রী দিল্লিতে নিয়ে গিয়ে আত্মসমর্পণ করিয়ে রাজনীতি করতে চাইছেন । আর দাবি করছেন আলাদা রাজ্যের । জীবন সিং অসম সীমান্ত পেরিয়ে কোচবিহারে ঢুকলেই তাঁকে গ্রেফতার করবে পুলিশ । কেন্দ্রর শরণে থাকুক আর যেখানেই থাকুক । আর বিজেপি যদি নিজের অবস্থান পরিষ্কার না করে তাহলে তারা যে ভণ্ডামির রাজনীতি করছে, তা পরিষ্কার হয়ে যাবে ।"
আরও পড়ুন:'আমাদের চূড়ান্ত লক্ষ্য বাংলাভাগ !' বললেন বিজেপি বিধায়ক