পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Udayan Guha sparks Controversy: 'আমরা ডাকাত হতে পারছি না !' উদয়নের মন্তব্যে নয়া বিতর্ক - Siliguri News

কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে ফের একবার বেফাঁস মন্তব্য করলেন উদয়ন গুহ ৷ শিলিগুড়ির সচিবালয়ে বসে (Udayan Guha in Siliguri) কী বললেন তিনি ?

Udayan Guha comment over Thief and Dacoit sparks new controversy
বুড়ির হাটে অশান্তির দিনের ছবি হাতে উদয়ন গুহ

By

Published : Mar 2, 2023, 10:06 PM IST

বেফাঁস উদয় গুহ

শিলিগুড়ি, 2 মার্চ:প্রসঙ্গ ছিল নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা (Nisith Pramanik Convoy Attack) ৷ সেই প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ বৃহস্পতিবার উত্তরকন্য়ায় বসে তিনি (Udayan Guha in Siliguri) বলেন, "আমাদের মুশকিল হচ্ছে, আমরা ডাকাত হতে পারছি না ! চোরেরা খুব বেশি হলে রাজ্য শাসন করতে পারে ! কিংবা পঞ্চায়েত বা পৌরসভা চালাতে পারে ! কিন্তু দেশ চালাতে হলে ডাকাত হতে হবে !" অর্থাৎ, এক্ষেত্রে গেরুয়া শিবিরকে ডাকাত বলে কটাক্ষ করেছেন উদয়ন ৷ সেটি না হয় বোঝা গেল ৷ কারণ, তিনি যে দল করেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস গেরুয়া শিবির বা বিজেপির বিরোধী পক্ষ ৷ কিন্তু, সেই দোষারোপ করতে গিয়ে নিজেদের দলকেই কার্যত 'চোর' বলে বসেন উদয়ন ! এ নিয়ে ইতিমধ্যেই নানা মহলে জল্পনা শুরু হয়েছে ৷ এমনকী, ঠাট্টা, তামাশাও চলছে !

উল্লেখ্য, সম্প্রতি কোচবিহারের বুড়ির হাট এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনার জন্য রাজ্যের শাসকদল তৃণমূস কংগ্রেস ও রাজ্য পুলিশকে কাঠগড়ায় তোলা হয়েছে ৷ বিষয়টি গড়িয়েছে আদালত এবং রাজ ভবন পর্যন্ত ৷

বৃহস্পতিবার শিলিগুড়ির সচিবালয়ে বসে এই ঘটনায় পালটা বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন উদয়ন ৷ তিনি দাবি করেন, পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন উদয়ন ৷ তাঁর দাবি, ঘটনার দিন বাইরে থেকে 50টি গাড়ি নিয়ে বুড়ির হাটে ঢোকেন নিশীথ ৷ সেই সমস্ত গাড়িতে দুষ্কৃতীরা ছিল বলেও অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী ৷

আরও পড়ুন:'যুবনেতার রাজনৈতিক অপরিপক্কতা'য় উদ্বিগ্ন নিশীথ ! নিশানায় কে ?

এদিন সাংবাদিকদের সামনে একের পর এক ছবি তুলে ধরেন উদয়ন গুহ ৷ একটি ছবি দেখিয়ে তিনি প্রশ্ন করেন, "রাজ্য পুলিশের এক আধিকারিককে কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান এভাবে হেনস্থা করছেন ৷ এটা কীভাবে করা যায় ?" ওই ছবিতে সত্যি সত্যিই রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরা দুই ব্যক্তিকে দেখা গিয়েছে ৷ উদয়নের বক্তব্য, কোচবিহারে রাজনৈতিক জমি দখল করতে ইচ্ছাকৃতভাবে বুড়ির হাটের ঘটনা ঘটিয়েছে বিজেপি ৷ কিন্তু, সেই দাবি করতে গিয়ে ফের একবার মুখের লাগাম হারান তিনি ৷ তবে, এর আগেও বিভিন্ন সময় উদয়নকে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details