শিলিগুড়ি, 21 নভেম্বর:"যাঁরা উত্তরবঙ্গের উন্নয়ন দেখতে পাচ্ছেন না, আগে ভেবেছিলাম, তাঁদের ছানি অপারেশন করলেই চলবে ৷ এখন বুঝতে পারছি, ওভাবে হবে না ৷ প্রতি রাতে এঁদের দুই চোখে দু'ফোঁটা হারপিক দিতে হবে ৷ তাহলেই পরদিন সকালে উঠে এঁরা উন্নয়ন দেখতে পাবেন !" রবিবার শিলিগুড়িতে (Siliguri) সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) ৷ তাঁর এই মন্তব্যকে 'হতাশার বহিঃপ্রকাশ' বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha) ৷
উত্তরবঙ্গের দুই সাংসদ তথা কেন্দ্রের দুই রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) এবং জন বার্লার (John Barla) গ্রেফতারির দাবিতে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তাদের বক্তব্য, অবিলম্বে এই দুই জনপ্রতিনিধিকে মন্ত্রিত্ব ছাড়তে হবে ৷ আর তা না হলে কেন্দ্রকেই এই দু'জনকে তাঁদের পদ থেকে বরখাস্ত করতে হবে ৷ এই ইস্যুকে সামনে রেখে পথে নামারও সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই বিষয়ে কথা বলতেই এদিন শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন উদয়ন ৷
আরও পড়ুন:আইন সবার জন্য সমান, নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে প্রতিক্রিয়া উদয়নের