পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bagdogra International Airport: বাগডোগরা বিমানবন্দরে লুকিয়ে ঢুকে পড়ল পড়শী রাজ্যের দুই যুবক !

নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে হাই সিকিউরিটি জোন পেরিয়ে বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ল দুই যুবক। ওই দুই যুবক ঢুকে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাগডোগরা বিমানবন্দরে (Two Youths from Bihar Trespass into Bagdogra International Airport)।

Bagdogra International Airport
বাগডোগরা বিমানবন্দরে লুকিয়ে ঢুকে পড়ল পড়শী রাজ্যের দুই যুবক

By

Published : Jul 28, 2022, 8:05 PM IST

শিলিগুড়ি, 28 জুলাই:বাগডোগরা বিমানবন্দরের হাই সিকিউরিটি এড়িয়ে রানওয়েতে ঢুকে পড়ল বিহারের দুই যুবক (Two Youths from Bihar Trespass into Bagdogra International Airport)।

সিআইএসএফ জওয়ানরা পরে তাদের গ্রেফতার করে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, বুধবার বিকেলে বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা মহম্মদ আমিন এবং মহম্মদ শাহজাহান জওয়ানদের নজর এড়িয়ে পাঁচিল টপকে বিমানবন্দরের জ্বালানি ভরবার গেট দিয়ে সোজা রানওয়েতে ঢুকে পড়ে। সেই সময় একটি বিমান রানওয়েতে এসে দাঁড়িয়েছিল।

নিরাপত্তারক্ষীরা রানওয়ের ভিতরে দুই যুবককে দেখতে পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে নজর এড়িয়ে তারা ঢুকে পড়েছিল। তবে কী উদ্দেশ্যে ওই দুই যুবক রানওয়ের ভিতরে ঢুকেছে তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ও কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। পাশাপাশি বায়ু সেনা এবং স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরাও ওই দুই যুবককে রাতভর জিজ্ঞাসাবাদ করে।

বাগডোগরা বিমানবন্দরে লুকিয়ে ঢুকে পড়ল পড়শী রাজ্যের দুই যুবক

আরও পড়ুন:জিএসটির চাপে বাড়ছে হোটেল ভাড়া, পর্যটক কমার আশঙ্কায় ব্যবসায়ীরা

এই ঘটনায় ফের একবার নিরাপত্তার রক্ষীদের গাফিলতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। স্বাধীনতা দিবসের আগে এই ধরনের ঘটনায় রীতিমতো উদবিগ্ন বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই দুই যুবকের কোনও নাশকতার ছক ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে পুরো ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details