পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিম্পংয়ে টানেলে ধস, মৃত দুই শ্রমিক - মৃত দুই শ্রমিক

কালিম্পংয়ে সেবক-রংপো রেল প্রকল্পের টানেলে ধস ৷ চাপা পড়ে মৃত্যু হল ভিন রাজ্যের দুই শ্রমিকের । আহত আরও পাঁচ ।

কালিম্পংয়ে টানেলে ধসে মৃত দুই শ্রমিক
কালিম্পংয়ে টানেলে ধসে মৃত দুই শ্রমিক

By

Published : Jun 18, 2021, 10:49 AM IST

Updated : Jun 18, 2021, 11:21 AM IST

কালিম্পং, 18 জুন : সেবক-রংপো রেলপথ প্রকল্পে বড় ধাক্কা । বৃহস্পতিবার রাতে সেবক-রংপো রেলপথের টানেলের ভিতর ধস ৷ চাপা পড়ে মৃত্যু হল দুই ভিনরাজ্যের শ্রমিকের । দুর্ঘটনায় গুরুতর জখম আরও পাঁচজন ।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের রেলপথ প্রকল্প গুলির মধ্যে একটি হল সেবক থেকে রংপোর রেলপথ । রেল কর্তৃপক্ষর থেকে রেলপথ নির্মাণের কাজের বরাত পেয়েছে 'ইরকন' নামে এক সংস্থা । 2018 সালে প্রায় চার হাজার কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয় ৷ রাজ্য সরকারের সহযোগিতায় উত্তর-পূর্ব সীমান্ত রেল, প্রকল্পের কাজ করছে । 44.98 কিলোমিটার রেলপথের 86 শতাংশই তৈরি হচ্ছে পাহাড় কেটে ৷ রেলপথটিতে রয়েছে মোট 14 টি টানেল ৷

কালিম্পং থেকে 25 কিলোমিটার দূরে ভালুখোলায় 10 নম্বর টানেলে বৃহস্পতিবার রাতে দুই দলে বিভক্ত হয়ে চলছিল টানেল তৈরির কাজ ৷ আচমকাই একটি বড় পাথরের চাঁই ভেঙে পড়ে ৷ যে দুজন মূল টানেল কাটার কাজ করছিলেন, তাঁদের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ মৃত দুইজনের শ্রমিক নরেশ সোরেন (29) ও সালখু মুর্মু (30) ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ আরও পাঁচ শ্রমিককে আহত অবস্থায় কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি করা হয় । সুপল হেমব্রম ও ঠাকুর দাস নামে দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, শিলিগুড়ির এক নার্সিংহোমে রেফার করা হয়েছে তাঁদের ৷ বাকি অশোক সিং, কুন্দনকুমার সিং ও সুকেশ্বর সিং নামে তিন শ্রমিক কালিম্পং জেলা হাসপাতালেই চিকিৎসাধীন ৷

দুর্ঘটনার পর, রেল কর্তৃপক্ষের নিরাপত্তা ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন । ঘটনার তদন্তে নেমেছে কালিম্পং থানার পুলিশ । পাশাপাশি কী করে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : জল থইথই কলকাতা, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা বলেন, " ভালুখোলায় সেবক-রংপো রেলপথের কাজের সময় 10 নম্বর টানেলের ভিতর ধস চাপা পরে দুজনের মৃত্যু হয়েছে । দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিলিগুড়িতে পাঠানো হয়েছে দুজনকে । পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ।"

Last Updated : Jun 18, 2021, 11:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details