পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত 2 - কোরোনা ভাইরাস খবর

শিলিগুড়ি শহর এলাকায় কোরোনায় আক্রান্ত হলেন দু'জন ৷ তাঁদের মধ্যে একজন কলকাতা থেকে ও আর একজন রাজস্থান থেকে ফিরেছেন ৷ দু’দিন আগে তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ আজ ওই দু’জনের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁদের দু’জনকেই মাটিগাড়া কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

Siliguri
শিলিগুড়ি

By

Published : May 18, 2020, 6:10 PM IST

শিলিগুড়ি , 18 মে : শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত হলেন দু’জন । আজ তাঁদের সোয়াবের নমুনার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁদের দুু’জনকেই কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

দুই আক্রান্ত ব্যক্তির মধ্যে একজনের বাড়ি শিলিগুড়ির দেশবন্ধু এলাকায় ৷ তিনি সম্প্রতি কলকাতা থেকে শিলিগুড়িতে ফিরেছিলেন ৷ আর এক কোরোনা আক্রান্তের বাড়ি ডাঙ্গি পাড়া এলাকায় ৷ তিনি রাজস্থান থেকে ফিরেছিলেন ৷ তাঁদের প্রথমে হোম কোয়ারানটিনে রাখা হয়েছিল ৷ এরপর দু’দিন আগে তাঁদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ আজ ওই দু’জনের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁদের দু’জনকেই মাটিগাড়া কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

তাঁদের সংস্পর্শে পরিবারের যাঁরা এসেছিলেন তাঁদের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ৷ আর কেউ এই দুই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন না কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷

কোরোনা আক্রান্তের খবর পাওয়ার পরই ওই এলাকাগুলি ঘিরে দেওয়া হয়েছে ৷ এলাকাগুলি জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছে প্রশাসন ।

ABOUT THE AUTHOR

...view details