পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সামাজিক দূরত্ব মেনে শিলিগুড়িতে খুলছে দুটো মার্কেট - Siliguri covid 19

শিলিগুড়িতে সামাজিক দূরত্ব মেনে খুলতে চলেছে দুটো মার্কেট। অপরদিকে, আগামী সাতদিনের জন্য বন্ধ হতে চলেছে শহরের বেশ কিছু মার্কেট।

Two market will be open in Siliguri from monday
Two market will be open in Siliguri from monday

By

Published : Jun 27, 2020, 7:07 PM IST

শিলিগুড়ি, 27 জুন : শিলিগুড়ি শহরে কোরোনা মোকাবিলায় বন্ধ থাকবে একাধিক বাজার। অন্যদিকে ধাপে ধাপে খুলবে শহরের দুটো মার্কেট। একটানা বন্ধ থাকার পর খুলতে চলেছে শহরের রেগুলেটেড মার্কেট ও চম্পাশারি বাজার। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে খুলতে চলেছে মার্কেট দুটি। অপরদিকে, 18 নম্বর ওয়ার্ডের টাউন স্টেশন বাজার ও 28 নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া বাজার সোমবার থেকে আগামী সাত দিনের জন্য বন্ধ থাকবে। বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে সম্প্রতি বন্ধ হয়েছে বিধান মার্কেট। এমনকী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে স্থানান্তর হয়েছে ফল ও সব্জি বাজার।


উল্লেখ্য, কোরোনা সংক্রমণ মোকাবিলায় এক সপ্তাহ আগেই বন্ধ করে দেওয়া হয় শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট । এরপরেই বন্ধ করা হয় সংলগ্ন এলাকার চম্পাশরি বাজারও। স্যানিটাইজ করা হয় ওইসব এলাকা । অবশেষে সোমবার থেকে বাজরগুলো খোলার নির্দেশ দেওয়া হয়।

শিলিগুড়ির একাধিক বাজারগুলোর উপর নজরদারি চালাতে বিশেষ কমিট গঠন করা হয় জেলা প্রশাসনের নির্দেশে । সংক্রমণ রোধে কোন বাজার এলাকায় কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেসব নীতি নির্ধারণের দায়িত্ব রয়েছে ওই কমিটির উপর ।

এবিষয়ে শিলিগুড়ির মহকুমাশাসক বলেন, “পর্যায়ক্রমে রেগুলেটেড মার্কেট ও চম্পাশরি বাজার খোলা হবে । অন্যদিকে, টিকিয়াপড়া বাজার ও টাউন স্টেশন বাজার বন্ধ করা হবে সাত দিনের জন্য।” তিনি আরও বলেন, “টিকিয়াপাড়া বাজার স্থানান্তরের বিষয় দেখা হচ্ছে৷”

ABOUT THE AUTHOR

...view details