দার্জিলিং, 29 অগস্ট:উত্তরবঙ্গেএকই দিনে দু‘টি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু। মঙ্গলবার জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক পূর্ণবয়স্ক চিতাবাঘের । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে ৷ অন্যদিকে, আজই জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের আইবিল চা বাগান থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হয় ।
এদিন সকালে বাগানের শ্রমিকরা চা বাগানের মেন ডিভিশনের 16 নম্বর সেকশনের একটি নালায় চিতাবাঘের দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাগানের ওয়েলফেয়ার অফিসার রাজেন বড়াইক । খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডকেও ৷ স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, "চিতাবাঘের দেহ উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানেই ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে ।"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিনই কমলা চা বাগানের কাছে জাতীয় সড়ক পারাপারের সময় আচমকা একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে একটি চিতাবাঘকে ৷ গাড়ির ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকে পরে চিতাবাঘটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাঘটির । স্থানীয়রা পুলিশ ও বন দফতরে খবর দেয় । ফাঁসিদেওয়া থানার পুলিশ ও ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটির দেহ উদ্ধার করে প্রথমে রেঞ্জ অফিসে নিয়ে যায় । পরে সেটির ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয় । যদিও এই ঘটনায় ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে পারেনি পুলিশ বা বন দফতর । বন দফতরের তরফে অভিযোগ জানানো হয়েছে । ঘাতক গাড়িটিকে খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে জাতীয় সড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ।