পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BGPM: হামরো পার্টি ছেড়ে অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দুই জিটিএ সভাসদের - দার্জিলিং পৌরসভা

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় (BGPM) যোগ দিলেন হামরো পার্টির দুই নেতা তথা জিটিএ (GTA) সভাসদ প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রী । শনিবার তাঁরা দার্জিলিংয়ে তাঁরা দলবদল করেন ৷

two leader of hamro party joins bgpm today
BGPM: হামরো পার্টি ছেড়ে অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দুই জিটিএ সভাসদের

By

Published : Nov 5, 2022, 4:36 PM IST

দার্জিলিং, 5 নভেম্বর: ইটিভি ভারতের খবরেই সিলমোহর পড়ল । জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি (Hamro Party) ছেড়ে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় (BGPM) যোগ দিলেন দুই জিটিএ (GTA) সভাসদ প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রী ।

হামরো পার্টির সহ-সভাপতি তথা ঘুম-জোরবাংলো সমষ্টির সভাসদ প্রমোস্কার ব্লোন এবং পুলবাজার বিজনবাড়ি সমষ্টির সভাসদ ভূপেন্দ্র ছেত্রী হামরো পার্টি ছেড়ে শনিবার দার্জিলিংয়ে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দেন ।

যদিও তাঁদের অনিত শিবিরে যোগ দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিতই ছিল । শনিবার তা আনুষ্ঠানিক রূপ পেল । এদিন ওই দুই জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন)-এর সভাসদ প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রীর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা । পাশাপাশি উপস্থিত ছিলেন কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা, দলের সাধারণ সম্পাদক অমর লামা-সহ অন্যান্যরা ।

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ প্রমোস্কার ব্লোনের

প্রসঙ্গত, দার্জিলিং পৌরসভা (Darjeeling Municipality) নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে পাহাড়ের রাজনীতিতে উত্থান হয় অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টির । কিন্তু জিটিএ নির্বাচনে বাজিমাত করে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । জুন মাসে পাহাড়ে জিটিএ ভোট হয় । অনিত থাপার প্রজাতান্ত্রিক মোর্চা 27টি আসন, হামরো পার্টি আটটি আসন, তৃণমূল পাঁচটি আসনে জেতে । নির্দলেরা জয় পান পাঁচটি আসনে ।

ভোটের পরে, কালিম্পং জেলার তিন জন নির্দল জিটিএ সভাসদ অনিত থাপার প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন । তাতে ক্ষমতাসীন দলের সদস্য সংখ্যা বেড়ে হয় 30 । পরে বাকি থাকা দু’জন নির্দল সভাসদও অনিত থাপার দলে যোগ দেন । সব মিলিয়ে এখন অনিত থাপার দখলে 32টি আসন । এবার এই দুই সভাসদ যোগ দেওয়ায় আসন সংখ্যা বেড়ে 34 হল অনিত শিবিরের ।

হামরো পার্টি ছেড়ে অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দুই জিটিএ সভাসদের

এদিন যোগদানের বিষয়ে অনিত থাপা বলেন, "আমি জিটিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক । আমাকে প্রত্যেক সভাসদের সঙ্গেই কথা বলতে হয় । সেই করে সবার সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে । তাঁরাও উন্নয়ন চায় । উন্নয়নই যখন মূল লক্ষ্য তাহলে কেন সংখ্যা গরিষ্ঠ দলের সঙ্গে তাঁরা কাজ করবেন না ? আমি অজয় এডওয়ার্ড যোগ দিতে চাইলেও তাঁকে স্বাগত জানাবো । যাঁরা পাহাড়ের উন্নয়ন করবেন, তাঁদের সবাইকে আমাদের দলে স্বাগত ।"

যোগ দেওয়ার পর প্রমোস্কার ব্লোন বলেন, "আমি তো দলত্যাগ করিনি । অজয় এডওয়ার্ড আমাকে ও ভূপেন্দ্র ছেত্রীকে দল থেকে বের করে দিয়েছিলেন । ঘরে চার দেওয়ালের মধ্যে লাইভে বসে রাজনীতি হয় না ।"

আরও পড়ুন:হামরো পার্টিতে ভাঙন ! দল ছাড়তে চলেছে দুই জিটিএ সভাসদ

ABOUT THE AUTHOR

...view details