শিলিগুড়ি, 1 অক্টোবর: কেএলও লিঙ্কম্যান (KLO Linkman) সন্দেহে দু'জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতরা হল দেবব্রত বর্মন ও সুবল বর্মন। দু'জনেই কোচবিহার জেলার তুফানগঞ্জের বাসিন্দা। ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে (Siliguri Court) তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 13 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, আসামের কেএলও সংস্থার প্রধান পাভেল কোচের সঙ্গে দেবব্রত বর্মন এবং সুবল বর্মনের সক্রিয় সম্পর্ক রয়েছে। উভয়েই সক্রিয়ভাবে কেপিপি ও আক্রাসুরমতো দলের সঙ্গে জড়িত রয়েছে। এরপর মোবাইলের টাওয়ারের খোঁজ করে এসটিএফ তাদের গ্রেফতার করে। দেবব্রত বর্মন পেশায় একজন কৃষক এবং সুবল বর্মন পেশায় একটি মোমোর দোকান চালান।
দেবব্রত ও সুবলের দীর্ঘদিন ধরে পাভেলের সঙ্গে যোগাযোগ ছিল। সংগঠনকে শক্তিশালী করার জন্য নতুন ছেলেদের দলে নেওয়ার দায়িত্ব পাভেলের উপর অর্পণ করেছে জীবন সিংহ। দেবব্রত বর্মন আক্রাসুর সহকারি সাধারণ সম্পাদক-এর পদে রয়েছে। সবসময় দলের বৈঠকেও যেত। এসটিএফ এই দুটি সংগঠনের সক্রিয়তার সঙ্গে জড়িত এবং কতজন যুবককে কেএলও-তে ঢোকানো হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে।
এসটিএফের হাতে গ্রেফতার দুই কেএলও লিঙ্কম্যান আরও পড়ুন:ক্ষমতা থাকলে কামতাপুর দখল করুন, মমতাকে চ্যালেঞ্জ কেএলও প্রধানের
এসটিএফের ডিএসপি (উত্তরবঙ্গ) সুদীপ ভট্টাচার্য বলেন, "ওই দু'জনের উপর আমাদের বেশ কয়েকদিন যাবৎ নজর রাখা হচ্ছিল। তারা সক্রিয়ভাবে আক্রাসুর ও কেপিপি করত। তাদের সঙ্গে কেএলও সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে। লিঙ্কম্যান হিসেবে তারা কাজ করত।"