পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hamro Party: হামরো পার্টিতে ভাঙন ! দল ছাড়তে চলেছে দুই জিটিএ সভাসদ - অজয় এডওয়ার্ড

দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পাহাড়ের রাজনীতিতে উত্থান হয় অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টির (Hamro Party) । জিটিএ (GTA)-তে তারা বিরোধী দলের মর্যাদা পায় ৷ সেই দলেই এবার ভাঙন ৷

two-gta-members-of-the-hamro-party-likely-left-the-party-to-join-bgpm
Hamro Party: হামরো পার্টিতে ভাঙন ! দল ছাড়তে চলেছে দুই জিটিএ সভাসদ

By

Published : Oct 28, 2022, 1:14 PM IST

দার্জিলিং, 28 অক্টোবর: হামরো পার্টিতে (Hamro Party) জোর ধাক্কা ! এবার কি তাহলে শৈলরানিতেও শুরু হল ঘোড়া কেনাবেচার খেলা ! অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টির দুই জিটিএ (GTA) সভাসদের দলত্যাগের জল্পনা ঘিরে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

হামরো পার্টি দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) শাসকদল এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র বিরোধী দল ৷ ওই দলের সূত্রে জানা গিয়েছে, হামরো পার্টির সহ-সভাপতি তথা জিটিএ-র ঘুম-জোরবাংলো সমষ্টির সভাসদ প্রমোস্কার ব্লোন এবং পুলবাজার বিজনবাড়ি সমষ্টির সভাসদ ভূপেন্দ্র ছেত্রী হামরো পার্টি ছেড়ে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে (BGPM) যোগ দিতে চলেছেন । ছট পুজোর পরই তাঁদের আনুষ্ঠানিকভাবে অনিত থাপার (Anit Thapa) দলে যোগদান করার কথা রয়েছে ।

ওই দুই সভাসদের উপর বেজায় খাপ্পা অজয় এডওয়ার্ড । খবরটি পাওয়ামাত্র তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ক্ষোভ উগরে দেন । শুধু তাই নয়, হামরো পার্টির সঙ্গে ওই দুই সভাসদের সমস্তরকম সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছেন তিনি । দলত্যাগ করলে আগামীতে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ওই দুই সভাসদের বাড়ির সামনে ধর্নায় বসার হুমকি দিয়েছেন তিনি ।

তবে হামরো পার্টি সূত্রে জানা গিয়েছে, বিষয়টি জানা মাত্র তড়িঘড়ি কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন সভাপতি অজয় এডওয়ার্ড । ওই দুই সভাসদকে শোকজ করা হয়েছে এবং 14 দিনের মধ্যে উত্তর জানাতে বলে হয়েছে । না হলে পরবর্তীতে পদক্ষেপ করবে দল । সম্প্রতি শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন পিনটেল ভিলেজে যান জিটিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা । সেখানেই ওই দুই সভাসদ তাঁর সঙ্গে দেখা করে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন বলে জানা গিয়েছে ।

প্রমোস্কার ব্লোন অবশ্য বলেছেন, ‘‘অজয় এডওয়ার্ড অনেক কিছু বলেছেন বলে শুনলাম । তবে আমি দলেই আছি । পদত্যাগ করিনি ।’’ আর ভূপেন্দ্র ছেত্রীর দাবি, ‘‘লোকজন নিয়ে বাড়ি ঘেরাও করার কথা বলা হচ্ছে । আমার বা পরিবারের কিছু হলে, অজয় এডওয়ার্ড দায়ী থাকবেন ।’’

জিটিএ প্রধান অনীত থাপার দাবি, ‘‘আমি নেতিবাচক রাজনীতি করি না ।’’ হামরো পার্টির মুখপাত্র রোশন লামা বলেন, "খবরটা সঠিক । দল ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছে । তাদের শোকজ করা হয়েছে । 14 দিনের মধ্যে উত্তর জানাতে বলা হয়েছে ।"

দার্জিলিং পৌরসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে পাহাড়ের রাজনীতিতে উত্থান হয় অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টির । কিন্তু জিটিএ নির্বাচনে বাজিমাত করে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । জুন মাসে পাহাড়ে জিটিএ ভোট হয় । অনীত থাপার প্রজাতান্ত্রিক মোর্চা 27টি আসন, হামরো পার্টি আটটি আসন, তৃণমূল পাঁচটি আসন জেতে । নির্দলেরা জয় পান পাঁচটি আসনে ।

ভোটের পরে, কালিম্পং জেলার তিন জন নির্দল জিটিএ সভাসদ অনিত থাপার প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন । তাতে ক্ষমতাসীন দলের সদস্য সংখ্যা বেড়ে হয় 30 । পরে বাকি থাকা দু’জন নির্দল সভাসদও অনিত থাপার দলে যোগ দেন । সব মিলিয়ে এখন অনিত থাপার 32 জন সভাসদ রয়েছেন জিটিএ-তে ।

আরও পড়ুন:তাল কাটল পাহাড়ে, দার্জিলিং পৌরসভা দখল করে চমকে দিল সদ্য ভূমিষ্ঠ হামরো পার্টি

ABOUT THE AUTHOR

...view details