শিলিগুড়ি, 11 নভেম্বর: কুয়াশায় ঘেরা পাহাড়ি জঙ্গল, শীতের আমেজ । পাহাড়ের কোলে একটি বড় লেক । আর লেকের পাশে বসে হাতে চায়ের পেয়ালা । আর সেই পেয়ালায় ঠোঁট ভেজাতে ভেজাতেই পাহাড়ের শিল্পীদের গলায় অপরূপ সুন্দর সব গান শোনা । সে এক আলাদাই আমেজ । সেই আমেজই এবার নিতে পারবেন পর্যটকেরা ৷ কারণ দার্জিলিং জেলার কার্শিয়াংয়ে পাহাড়ি উপত্যকায় রোহিনী লেকের পাশে আয়োজিত হতে চলেছে পাইন ট্রি মিউজিক ফেস্টিভ্যাল । আগামী 18 ও 19 নভেম্বর আয়োজিত হবে এই গানের উৎসব ।
2016 সালে কার্শিয়াংয়ের ডাউহিল স্কুলের মাঠে প্রথম আত্মপ্রকাশ ঘটে ওই অভিনব পার্বত্য সংগীত উৎসবের । এই উৎসবের মূল উদ্দেশ্য হল, পাহাড়ের শিল্পীদের একজোট করা, পাহাড়ের গান ও সংস্কৃতিকে তুলে ধরা এবং পাহাড়ের পর্যটনকে উৎসাহিত করে তোলা । জানা গিয়েছে, রোহিনী লেক গার্ডেনে দু'দিনব্যাপী এই মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে পাইন ট্রি বলে একটি সংস্থা । সংস্থার তরফে অভিষেক গুরুং বলেন, "নেপাল, নাগল্যান্ড, বেঙ্গালুরু, কলকাতা থেকে সঙ্গীত শিল্পীরা এখানে পারফর্ম করতে আসবেন । এছাড়াও দু'দিনব্যাপী এই ফেস্টিভ্যালে পাহাড়ি সংস্কৃতি ছোঁয়া যেমন থাকবে তেমনই পাহাড়ের খাবারের স্টলও থাকবে সেখানে । কেউ যদি রাত্রিযাপন করতে চান তাহলে সেখানে তাবুর মধ্যেও থাকতে পারবেন তাঁরা ।"