পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Music Festival at Rohini Lake: পাহাড়ের কোলে রোহিনী লেকে দু'দিনব্যাপী মিউজিক ফেস্টিভ্যাল - Music Festival at Rohini Lake

Two Days Music Festival: পাহাড়ের কোলে রোহিনী লেকে আয়োজিত হতে চলেছে দু'দিনব্যাপী মিউজিক ফেস্টিভ্যাল ৷ জেনে নিন কবে থেকে শুরু ৷

Music Festival
রোহিনী লেকে মিউজিক ফেস্টিভ্যাল

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 8:21 PM IST

শিলিগুড়ি, 11 নভেম্বর: কুয়াশায় ঘেরা পাহাড়ি জঙ্গল, শীতের আমেজ । পাহাড়ের কোলে একটি বড় লেক । আর লেকের পাশে বসে হাতে চায়ের পেয়ালা । আর সেই পেয়ালায় ঠোঁট ভেজাতে ভেজাতেই পাহাড়ের শিল্পীদের গলায় অপরূপ সুন্দর সব গান শোনা । সে এক আলাদাই আমেজ । সেই আমেজই এবার নিতে পারবেন পর্যটকেরা ৷ কারণ দার্জিলিং জেলার কার্শিয়াংয়ে পাহাড়ি উপত্যকায় রোহিনী লেকের পাশে আয়োজিত হতে চলেছে পাইন ট্রি মিউজিক ফেস্টিভ্যাল । আগামী 18 ও 19 নভেম্বর আয়োজিত হবে এই গানের উৎসব ।

পাহাড়ের কোলে রোহিনী লেকে দু'দিনব্যাপী মিউজিক ফেস্টিভ্যাল

2016 সালে কার্শিয়াংয়ের ডাউহিল স্কুলের মাঠে প্রথম আত্মপ্রকাশ ঘটে ওই অভিনব পার্বত্য সংগীত উৎসবের । এই উৎসবের মূল উদ্দেশ্য হল, পাহাড়ের শিল্পীদের একজোট করা, পাহাড়ের গান ও সংস্কৃতিকে তুলে ধরা এবং পাহাড়ের পর্যটনকে উৎসাহিত করে তোলা । জানা গিয়েছে, রোহিনী লেক গার্ডেনে দু'দিনব্যাপী এই মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে পাইন ট্রি বলে একটি সংস্থা । সংস্থার তরফে অভিষেক গুরুং বলেন, "নেপাল, নাগল্যান্ড, বেঙ্গালুরু, কলকাতা থেকে সঙ্গীত শিল্পীরা এখানে পারফর্ম করতে আসবেন । এছাড়াও দু'দিনব্যাপী এই ফেস্টিভ্যালে পাহাড়ি সংস্কৃতি ছোঁয়া যেমন থাকবে তেমনই পাহাড়ের খাবারের স্টলও থাকবে সেখানে । কেউ যদি রাত্রিযাপন করতে চান তাহলে সেখানে তাবুর মধ্যেও থাকতে পারবেন তাঁরা ।"

সংস্থার অন্যতম অভিষেক রাজগুপ্তা বলেন," আমাদের এই মিউজিক ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য, উত্তর পূর্ব ভারতের সংগীত শিল্পীদের একটা মঞ্চ করে দেওয়া । এখানে পাহাড়ের কোলে মিউজিক ফেস্টিভাল আয়োজনের মাধ্যমে পর্যটনের চাহিদাও বাড়বে ।" রাজ পারাজুলি বলেন, "পেটিএম ইনসাইডারের মধ্যে টিকিটের সমস্তরকম ব্যবস্থা করা রয়েছে । সেখান থেকেই সকলের টিকিট সংগ্রহ করতে পারবেন ।"

আরও পড়ুন:

  1. 20 নভেম্বর পর্যন্ত ঠাসা ভিড় পাহাড়ের হোটেল ও হোম-স্টেগুলিতে
  2. পুজোয় নিরিবিলিতে সময় কাটাতে চান ? আপনার অপেক্ষায় সিঙ্গালিলার জঙ্গল মাজুয়া
  3. মাদলের তালে ভরা জ্যোৎস্নায় মশাল জ্বালিয়ে তোলা হচ্ছে চা পাতা!

ABOUT THE AUTHOR

...view details