শিলিগুড়ি, 19 মে: শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত হয়েছেন আরও দু'জন । এর জেরে সেখানে আরও দু'টি এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে ।
শিলিগুড়ির দু'টি এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা - darjeeling news
শিলিগুড়ির দু'টি এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে । ফের দু'জন আক্রান্ত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় । ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এলাকা দু'টি ।
বাবুপাড়া ও ডাঙ্গিপাড়া এলাকাকে নতুন করে কনটেনমেন্ট জ়োনের তালিকাভুক্ত করা হয়েছে । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানান, আক্রান্ত দু'জনের বাড়ি থেকে গড়ে 250 মিটার চিহ্নিত করে দু'টি কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে । এলাকা দু'টি ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে । তিনি জানান, সেক্ষেত্রে দু'টি ওয়ার্ড সম্পূর্ণভাবে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হতে পারে । আপাতত কারা কারা ওই দুই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে । তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।
মহকুমাশাসক সুমন্ত সহায় বলেন, "সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে । পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে । আমরা সরেজমিনে সমস্ত এলাকা ঘুরে দেখেছি । জীবাণুমুক্ত করা হয়েছে দু'টি এলাকাই ।" কালিম্পঙের মহিলা কোরোনা আক্রান্ত হয়ে শিলিগুড়িতে আসার পর কয়েকজনের সংস্পর্শে আসেন । এর জেরে এর আগে শিলিগুড়িতে দু'টি কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয় । যদিও নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় সেই জ়োন তুলে নেওয়া হয় । এবার ফের বাবুপাড়া ও ডাঙ্গিপাড়াকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হল ।"