দার্জিলিং, 3 নভেম্বর: বাড়িতে বন্যপ্রাণীর দেহাংশ দিয়ে তৈরি সামগ্রী মজুত রেখে তারপর পাচার ! এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও বন বিভাগের তদন্তে । শুক্রবার এসওজি'র অভিযানে উদ্ধার হয়েছে কোটি টাকার হরিণের সিংও। গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকায় অভিযান স্পেশাল অপারেশন গ্রুপ । গোপনসূত্রে পাওয়া তথ্য অনুযায়ী সন্দেহভাজন দুই পাচারকারীকে ফাঁদ পেতে পাকড়াও করা হয় । তবে প্রথমে পাচারকারীরা পালাতে গেলে ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে । পরে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের নাম গোবিন্দ মণ্ডল ও প্রীতম রায় । ধৃত পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি হরিণের সিং।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোবিন্দ মণ্ডল আমবাড়ি এবং প্রীতম রায় আলিপুরদুয়ারের বীরপাড়ার বাসিন্দা । ধৃতরা একটি ব্যাগে করে হরিণের সিংগুলিকে বিক্রি করতে নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে । ধৃতদের শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তাদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । পরবর্তী তদন্তের জন্য পুলিশ মামলাটি বাগডোগরা বনবিভাগের কাছে হস্তান্তর করেছে ।