শিলিগুড়ি, 19 সেপ্টেম্বর : উত্তরকন্যায় চিটফান্ডের টাকার ভাগ বাটোয়ারা হয়। গতকাল ডাবগ্রাম ফুলবাড়িতে BJP রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর এহেন মন্তব্যের প্রতিবাদে আজ NJP থানার সামনে বিক্ষোভ মিছিল করল ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেস ।
চিটফান্ড নিয়ে সায়ন্তনের মন্তব্যে বিক্ষোভ তৃণমূলের - চিটফান্ড নিয়ে সায়ন্তনের মন্তব্য
সায়ন্তনের মন্তব্যের জেরে গতকাল রাতেই শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস । আজ সকালে ফের ডাবগ্রামে মিছিল করা হয় ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে ।
সায়ন্তনের এই মন্তব্যের জেরে গতকাল রাতেই শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস । আজ সকালে ফের ডাবগ্রামে মিছিল করা হয় তৃণমূলের তরফে । ব্লক তৃণমূল যুব সভাপতি গৌতম গোস্বামী বলেন, "ওই BJP নেতা উন্মাদ । তাই যেখানেই যান অসংসদীয় বক্তব্য রাখেন । আমরা এলাকায় শান্তি নষ্ট করতে দেব না । তাই এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে । সাম্প্রদায়িক দল BJP । ভোটের আগে এলাকায় অশান্তি ছড়াতে চাইছে । এর প্রতিবাদে আমাদের লড়াই চলবে ।"
এ প্রসঙ্গে BJP নেতা সায়ন্তন বসু টেলিফোনে জানান, "যা বলেছি ঠিক বলেছি । তাই গাত্রদাহ হচ্ছে তৃণমূলের । ওদের কাজই BJP-র বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো । তাতে আমার কিছু এসে যায় না । মানুষ সবটা জানেন ।"