পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Darjeeling Toy Train: ভিস্তা ডোম কোচ থেকে পাহাড় দর্শন, দার্জিলিংয়ে ফের চালু হচ্ছে টয়ট্রেন - darjeeling

পুজোর মুখেই পাহাড়ে টয়ট্রেন পরিষেবা চালু করতে চলেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ৷ পর্যটক এবং পর্যটন ব্যবসায়ীদের জন্য যা খুবই খুশির খবর ৷ টয়ট্রেন পরিষেবা চালু হলে আবারও লাভের মুখ দেখতে পাবে বলেই মনে করছে পাহাড়ের ব্যবসায়ীদের একাংশ ৷

Darjeeling toytrain
র্জিলিংয়ে টয়ট্রেন পরিষেবা ফের চালু করছে রেল

By

Published : Aug 20, 2021, 9:56 PM IST

Updated : Aug 20, 2021, 10:04 PM IST

দার্জিলিং, 20 অগস্ট: পুজোর ছুটি আরও রোমাঞ্চর হতে চলেছে পর্যটকদের জন্য । করোনার জেরে দীর্ঘদিন বন্ধ থাকা টয়ট্রেন পরিষেবা ফের একবার চালু করার উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ । ফের শিলিগুড়ি থেকে দার্জিলিং ছুটতে দেখা যাবে খেলনা ট্রেনগাড়িকে । শুধু তাই নয়, পর্যটকদের রোমাঞ্চ আরও এক ধাপ বাড়িয়ে দিয়ে এবার ডুয়ার্সে চলবে ভিস্তা ডোম ট্রেন । কাঁচে মোড়ানো রেলের কামরার থেকে ডুয়ার্সের জঙ্গল, টিলা, বন্যজন্তু আর অপরূপ প্রকৃতির আমেজ উপভোগ করতে পারবেন পর্যটকরা ৷

পুজোর সময় ভিস্তা ডোম কামরা চালু করার সিদ্ধান্তে খুশির হাওয়া পর্যটকদের পাশাপাশি পর্যটন ব্যবসায়ীদের মধ্যে । একদিকে যেমন পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে ফের একবার ছুটতে দেখা যাবে খেলনা ট্রেন গাড়িকে । অন্যদিকে ভিস্তা ডোম কামরায় চড়ে ডুয়ার্স উপভোগ করতে পারার সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে নারাজ পর্যটকরা। টয়ট্রেন ও ভিস্তা ডোম কোচের হাত ধরে করোনার পর ফের একবার পর্যটন শিল্প ছন্দে ফেরার প্রহর গুণতে শুরু করেছে। করোনার কারণে বিধিনিষেধের জেরে সংক্রমণ যাতে কোনওভাবেই বৃদ্ধি না পায় সেজন্য টয়ট্রেনের সমস্ত পরিষেবা বন্ধ রেখেছিল ডিএইচআর কর্তৃপক্ষ ।

দার্জিলিংয়ে ফের চালু হচ্ছে টয়ট্রেন পরিষেবা ৷

করোনার জন্য প্রায় কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়েছে পর্যটনশিল্পে । কিভাবে সেই ক্ষতি কাটিয়ে শিল্প ঘুড়ে দাঁড়াবে তা নিয়ে উদ্বেগে দিন কাটছিল পর্যটন ব্যবসায়ীদের ৷ দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । কিন্তু টিকাকরণের মাধ্যমে রাজ্যে কিছুটা গ্রাফ নামতে শুরু করে করোনার । এরপরই একে একে পাহাড়মুখী হতে শুরু করেছে পর্যটকরা। পুজোর কথা মাথায় রেখে পাহাড় সহ উত্তরের পর্যটন যাতে ফের ছন্দে ফেরে সেজন্য বিধিনিষেধে যাতে কিছুটা ছাড় দেওয়া হয় সেই দাবি জানিয়ে রেল কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসনের দ্বারস্থ হয়েছিল পর্যটন ব্যবসায়ীরা । সেইমতো পুজোর মরশুমের কথা মাথায় রেখে পাহাড়ের পর্যটকদের আকর্ষণের জন্য টয়ট্রেন ও ও ডুয়ার্সের জন্য ভিস্তা ডোম কোচ চালু করার উদ্যোগ নেওয়া হয় । ইতিমধ্যে পাহাড়ে ছটি জয় রাইড চালু করা হয়েছে । এবার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে কার্শিয়াং, দার্জিলিং পর্যন্ত ছুটবে টয়ট্রেন ৷

আরও পড়ুন: টানা বৃষ্টির জেরে কালিম্পংয়ের 29 মাইল জাতীয় সড়কে ধস

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, "পর্যটকদের কথা মাথায় রেখে ফের পুজোর মুখে টয়ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে । পাশাপাশি এবারের পুজোয় পর্যটকদের জন্য নতুন সংযোজন ডুয়ার্সের ভিস্তা ডোম কোচ।" হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "আমরা খুবই উৎসাহিত । রেল কর্তৃপক্ষ টয়ট্রেন পরিষেবা ও ভিস্তা ডোম কোচ চালু করায় উত্তরের পর্যটন ফের ছন্দে ফিরবে।" ইস্টার্ন হিমালয়ান ট্যুর এণ্ড ট্রাভেলস অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিষ মৈত্র বলেন, "করোনার জেরে দীর্ঘদিন টয়ট্রেন পরিষেবা বন্ধ ছিল । পাহাড়ের পর্যটন মানেই টয়ট্রেন । সেজন্য এবার আশা করি পুজোর সময় কিছুটা হলেও পর্যটন ছন্দে ফিরবে ।"

Last Updated : Aug 20, 2021, 10:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details