দার্জিলিং, 15 জুলাই : গয়াবাড়িতে ধস সরিয়ে লাইন মেরামতির কাজ শেষ হয়েছে জানাল রেল কর্তৃপক্ষ । আগামী 18 তারিখ থেকে ফের পাহাড়ে চলবে টয় ট্রেন ।
শিগগিরই চলবে টয় ট্রেন, ঘোষণা রেলের - darjeeling
চলতি মাসের 9 তারিখ ধসে গয়াবাড়ি ও পাগলাঝোড়ার মাঝে 80 মিটার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছিল । যার জেরে বন্ধ হয়েছিল টয় ট্রেন পরিষেবা ।
টয় ট্রেন (ছবিটি প্রতীকী )
চলতি মাসের 9 তারিখ ধসে গয়াবাড়ি ও পাগলাঝোড়ার মাঝে 80 মিটার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছিল । যার জেরে বন্ধ হয়েছিল টয় ট্রেন পরিষেবা । নতুন করে বৃষ্টি বা ধস না হলে আগামী 18 তারিখ থেকে ফের চলবে টয় ট্রেন ।
রেলের তরফে ADRM পার্থপ্রতিম রায় বলেন, "ইতিমধ্যেই আমরা কার্শিয়াং থেকে গয়াবাড়ি পর্যন্ত ট্রায়াল রান করেছি । ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামতির কাজ হয়ে গেছে ।" DHR ডিরেক্টর এন কে নারজিনারি বলেন, "পর্যটকদের কথা ভেবেই দ্রুত সব স্বাভাবিক করতে চাইছি আমরা । "