দার্জিলিং, 19 এপ্রিল : গরমের ছুটিতে প্রতিবারই পাহাড় থাকে জমজমাট ৷ মনোরম চা বাগান, সুমধুর টাইগার হিল আর আঁকাবাঁকা পথে টয়ট্রেনের কু-ঝিকঝিক । এসবের টানেই দূর-দূরান্ত থেকে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন শৈলরানিতে । এদিকে, বাগডোগরা বিমানবন্দরে পরিষেবা বন্ধ থাকায় পর্যটকদের কথা মাথায় রেখে অতিরিক্ত আটটি স্পেশাল ট্রেন চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেল । যে কারণে এই ভরা মরশুমেও পর্যটকদের অসুবিধা হয়নি ৷
পর্যটনের মরশুমে পাহাড়ের সমস্ত হোটেলে বুকিং শেষ । এতটাই ভিড় যে অনলাইনে টয়ট্রেনের বুকিং মেলায় দায় হয়ে দাঁড়িয়েছে ৷ আর পর্যটকদের কথা মাথায় রেখে ফের একবার টয়ট্রেনের জয় রাইডের সংখ্যা বাড়াল উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং-হিমালয়ান রেল (Joy Ride Services Increased in Tourism Season) ৷ রেল কর্তৃপক্ষর ওই সিদ্ধান্তে একদিকে যেমন স্বস্তি ফিরেছে পর্যটকদের মধ্যে ৷ অন্যদিকে, উচ্ছ্বসিত ট্যুর অপারেটররা । চাহিদা বাড়ায় পরবর্তীতে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত আরও একটি টয়ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা করছে ডিএইচআর (Darjeeling Toy Train Update) ।
এই বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর এ কে মিশ্রা বলেন, "আগে পাহাড়ে চারটি জয় রাইড চলত । পরবর্তীতে সেটি বাড়িয়ে ছ'টি করা হয় । মরশুমের শুরুতে পর্যটকদের চাহিদা বাড়ায় আবার আমরা বাড়িয়ে আটটি জয় রাইড চালু করি । কিন্তু এপ্রিল মাসে তাতেও পর্যটকদের চাহিদা পূরণ না হওয়ায় আবার তা বাড়িয়ে দশটি করা হয়েছে ।"