দার্জিলিং, 30 সেপ্টেম্বর: লাইনচ্যুত হল টয়ট্রেনের ইঞ্জিন । শনিবার সকালে দার্জিলিংয়ের ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত হয় যাত্রীবাহী ওই টয়ট্রেনের ইঞ্জিন । দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ঘুম স্টেশন থেকে কার্শিয়াং যাওয়ার পথে লাইনচ্যুত হয় টয়ট্রেনের ইঞ্জিনটি৷ রাস্তার উপর পড়ে যায় আস্ত ইঞ্জিন ৷ ঘটনায় হইচই পড়ে যায় পুরো এলাকায় ।
এ দিন সকালে দু’টি কামরা নিয়ে ইঞ্জিনটি ঘুম থেকে তিনধারিয়ার উদ্দেশ্যে রওনা দেয় । ঘুম স্টেশন থেকে বেরোতেই ওই দুর্ঘটনা বলে জানা যায় । ঘটনায় টয়ট্রেনটিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । তবে ঘটনায় আহতের কোনও খবর নেই ৷ রাস্তার উপর ঘণ্টাখানেক সময় ইঞ্জিনটি পড়ে থাকার পর দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তিনধারিয়া ওয়ার্কশপ থেকে রিকভারি ইঞ্জিন এসে টয়ট্রেনটিকে নিয়ে গন্তব্যের পথে যায় ৷
দুর্ঘটনার জেরে কার্শিয়াংগামী রাস্তার উপরেও যান চলাচল খানিক সময়ের জন্য নিয়ন্ত্রণ করে দেওয়া হয় ট্রাফিক পুলিশের তরফে ।