পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাহাড়ে ফের 'পর্যটক কর'! দার্জিলিং ঘুরতে গেলে এবার লাগবে মাথাপিছু 20 টাকা - দার্জিলিংয়ে ট্যুরিস্ট ট্যাক্স

Tourist Tax in Darjeeling: দার্জিলিং ভ্রমণে এবার আপনার পকেট থেকে খসবে বাড়তি 20 টাকা ৷ মাথাপিছু এই টাকা নেওয়া হবে ট্যুরিস্ট ট্যাক্স হিসেবে ৷ এই বিষয়ে কী বলছে দার্জিলিং পৌরসভা ?

Etv Bharat
দার্জিলিং ঘুরতে গেলে পর্যটকদের এবার দিতে হবে মাথাপিছু 20 টাকা ট্যুরিস্ট ট্যাক্স

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 7:36 AM IST

Updated : Nov 28, 2023, 8:23 AM IST

দার্জিলিং, 28 নভেম্বর: সাত বছর বাদে পাহাড়ে ফের লাগু হতে চলেছে 'ট্যুরিস্ট ট্যাক্স'। এবার থেকে দার্জিলিংয়ে ঘুরতে গেলে পর্যটকদের মাথাপিছু 20 টাকা গুনতে হবে । এমনটাই সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পৌরসভা । ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে পৌরসভার তরফে । সেই কর বা ট্যাক্স আদায়ের জন্য বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে পাহাড়ের হোটেলগুলিকে । আর পৌরসভার এই সিদ্ধান্তে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন হোটেল মালিক থেকে ট্যুর অপারেটররা । হতাশ পর্যটকমহলও ।

যদিও পৌরসভার দাবি, এই কর নতুন কিছু নয় । আগেও এই কর আদায় করা হত পর্যটকদের থেকে । মূলত পাহাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই ওই কর আদায় করা হবে বলে ।

ট্যুরিস্ট ট্যাক্সের চালান ও পৌরসভার নোটিশ

এই বিষয়ে দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি বলেন, "জিএনএলএফের সময় থেকে এই কর আদায় করা হত । বিমল গুরুং ক্ষমতায় থাকাকালীনও এই কর লাগু ছিল ৷ মাঝে কয়েকটা বছর এই কর আদায় বন্ধ ছিল ৷ এখন তা আবার চালু করা হল । মূলত ন্যূনতম পরিষেবা ও সাফাইয়ের জন্য এই কর আদায় করা হবে । কারণ সাফাই ও জঞ্জাল অপসারণের জন্য বিপুল অর্থ খরচ হয় পৌরসভার ।"

দার্জিলিং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিনোদ খান্নার কথায়, "আমাদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাই করেনি পৌরসভা । কীভাবে এই কর আদায় হবে সেই বিষয়ে আমরা কিছু জানি না । আর এই করের জন্য আমরা পর্যটকদের চাপও দিতে চাইছি না ৷"

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যালের বক্তব্য, "এই কর নতুন নয় ঠিকই । কিন্তু এই ট্যাক্স আদায়ের বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি । আমাদের সঙ্গে আলোচনা করলে ভালো হত ।"

হোটেলগুলি থেকে ট্যুরিস্ট ট্যাক্স আদায় করার বিজ্ঞপ্তি

জানা গিয়েছে, 25 লক্ষ টাকায় ওই কর আদায়ের জন্য টেন্ডার ডেকেছিল দার্জিলিং পৌরসভা । এরপর 28 লক্ষ 25 হাজার টাকায় ওই টেন্ডারের বরাত পান লামাহাটার বাসিন্দা কমল মোক্তান ৷ মূলত হোটেলগুলি থেকে ওই কর আদায়ের জন্য জানানো হয়েছে । পাঁচ বছরের নীচে শিশুদের জন্য কর লাগবে না । কর আদায়কারীদের ইউনিফর্ম ও পরিচয়পত্র পরতে হবে । আগে ওই কর ছিল মাথাপিছু 10 টাকা । এবার তা বাড়িয়ে 20 টাকা করা হয়েছে ।

আরও পড়ুন :

1 শীত পড়তেই এলাকায় আসছে ভিনদেশি পাখি, পর্যটন কেন্দ্র গড়ে তোলার চিন্তাভাবনা

2বিপর্যয়ের মাঝে স্বস্তি! মরশুমের শুরুতেই তুষারপাত সিকিমে

3সিকিমের বানে উদ্বেগে শৈলরানি, ফের ধাক্কা দার্জিলেঙের পর্যটন ব্যবসায় !

Last Updated : Nov 28, 2023, 8:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details