পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তুষারপাতের জেরে আটকে পড়ল ৩০০-র বেশি পর্যটক, উদ্ধার সেনার

ছাঙ্গুতে তুষারপাতের জেরে আটকে পড়া তিন শতাধিক পর্যটককে উদ্ধার করল সেনা। গতকাল থেকেই ভারী বৃষ্টিপাত হয় পূর্ব সিকিমের ছাঙ্গু সহ সংলগ্ন এলাকায়।

গ্যাংটক

By

Published : Feb 28, 2019, 9:27 PM IST

দার্জিলিং, ২৮ ফেব্রুয়ারি : ছাঙ্গুতে তুষারপাতের জেরে আটকে পড়া তিন শতাধিক পর্যটককে উদ্ধার করল সেনা। গতকাল থেকেই ভারী বৃষ্টিপাত হয় পূর্ব সিকিমের ছাঙ্গু সহ সংলগ্ন এলাকায়। ফলে ছাঙ্গু, নাথুলা, বাবামন্দিরসহ বিভিন্ন এলাকায় দুই থেকে তিন ফুট বরফ জমে যায়।

গতকাল বরফে মোড়া পাহাড়ি পথে আটকে পড়ে শিশু, মহিলাসহ বহু পর্যটকরা। উদ্ধারকাজে নামেন জওয়ানরা। পর্যটকদের উদ্ধার করে প্রথমে ১৭ মাইলে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে গ্যাংটকে ফিরিয়ে আনা হয়। ভারতীয় সেনা বাহিনীর ৩৩ কর্পসের কর্নেল এস জে তিওয়ারি বলেন, "উদ্ধারকাজে সেনা অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে। গভীর রাত পর্যন্ত চলেছে উদ্ধারকাজ।"

এদিকে, বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং-এও ভারী বৃষ্টিপাত হয়। তুষারপাত হয়েছে দার্জিলিং-এর সান্দাকফুসহ উঁচু পাহাড়ি এলাকায়।

ABOUT THE AUTHOR

...view details