দার্জিলিং, 2 অগস্ট : উত্তরবঙ্গে থাবা বসিয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট এবং ইউকে স্ট্রেন । যার ফলে উদ্বেগে রয়েছে পর্যটনমহল । কল্যাণীর জিনোমিক্সের রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গে 16 জন করোনার সংক্রমিত রোগীর শরীরে ডেল্টা এবং ইউকে স্ট্রেনের খোঁজ মিলেছে । যার মধ্যে সাতজন দার্জিলিংয়ের জেলার বাসিন্দা । এই রিপোর্ট মে মাসের হলেও আতঙ্ক কমছে না উত্তরের পর্যটন মহলে । ডেল্টা এবং ইউকে স্ট্রেনের সংক্রমণ ক্ষমতা বেশি হওয়ায় উদ্বিগ্ন পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা । একরাশ উদ্বেগের মাঝেই পুজোর মরসুমকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা ৷
নতুন স্ট্রেনের পাশাপাশি তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকেও মাথায় রাখতে হচ্ছে ৷ পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় ৷ তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখছে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতর ৷ সংক্রমণ যাতে কোনওভাবেই পর্যটন শিল্পের উপর প্রভাব না ফেলে তার জন্য অতিরিক্ত অস্থায়ী পরীক্ষাকেন্দ্র বসিয়েছে স্বাস্থ্য দফতর । পর্যটকদের জন্য রাখা হয়েছে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা । দার্জিলিংয়ের সুখিয়াপোখরি, রোহিনী, রংপু, কার্শিয়াং, শুকনার মতো জায়গায় হচ্ছে পর্যটকদের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট । পাশাপাশি কালিম্পং এবং সিকিম সীমান্ত মাল্লিতেও রয়েছে একই ব্যবস্থা ।
তবে পর্যটকদের করোনা টিকার দুটো ডোজ নেওয়া থাকলে পরীক্ষার প্রয়োজন পড়ছে না । করোনা পরীক্ষা এবং টিকা নেওয়ার প্রমাণপত্র মিললে তবেই পর্যটনকেন্দ্রগুলিতে প্রবেশের অনুমতি মিলছে ৷ আর এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ৷ কারণ পর্যটকরা নিজেদের সুরক্ষিত মনে না করলে বেড়াতে যাবে না ৷ তাই ডেল্টা এবং ইউকে স্ট্রেনের উদ্বেগ থাকলেও পুজোর মরসুমের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা ।