দার্জিলিং, 26 ডিসেম্বর: বড়দিন (Christmas) এবং ইংরেজি নতুন বছরকে (New Year 2023) সামনে রেখে পর্যটকদের ভিড়ে জমজমাট শৈলরানি। আর করোনার দু'বছর পর এবারের পাহাড়ের চিত্রটা একেবারে আলাদা ৷ পাহাড় এখন শান্ত ও স্বাভাবিক ৷ আর তাই পর্যটকদের স্বাগত জানানোর বার্তা দিয়ে এই প্রথমবার দার্জিলিং ট্যুরিজম ফেস্টিভ্যালের আয়োজন করল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)।
পাহাড়ি নবান্ন উৎসব থেকে লোকসঙ্গীত, সঙ্গে স্থানীয় সুস্বাদু খাবারের মেলা। দার্জিলিঙের ট্যুরিজম ফেস্টিভ্যাল থেকে কালিম্পঙের ফুড ফেস্টিভ্যাল উৎসবের তালিকা রয়েছে একাধিক চমক। পর্যটকদের জন্য ইতিমধ্যেই দার্জিলিঙের চৌরাস্তায় তৈরি মঞ্চও। সেখানে শুরু হতে চলেছে পর্যটন উৎসব উদ্যোগে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ৷ এই উৎসব চলবে চারদিন ধরে। ডিসেম্বর 28 থেকে বছর শেষের দিন অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল।
রাজ্য পর্যটন দফতর ও তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় ওই উৎসবের আয়োজন করছে জিটিএ। উৎসবে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় ও জিটিএ'র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা। উৎসবকে সামনে রেখে পাহাড়ের পর্যটন শিল্পকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে জিটিএ। ইতিমধ্যে শীতের মরশুমকে সামনে রেখে পাহাড়ে বুকিং ফুল রয়েছে। পর্যটকদের এতটাই ভিড় যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বুকিং বাতিল করে দিয়েছে পর্যটন সংস্থাগুলি।