পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জিজেএম-এ রাশ টানতে দার্জিলিঙের সব শাখা কমিটি ভেঙে দিলেন বিনয় - জিটিএ

দার্জিলিঙে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বে রাশ টানলেন বিনয় তামাং ৷ দলের সব শাখা কমিটি ভেঙে দিয়ে পুরোটাই নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসলেন তিনি ৷ সেই সঙ্গে ঘোষণা করলেন, দলের যা সিদ্ধান্ত হবে, তা তিনি সাংবাদিক বৈঠক করে জানাবেন ৷ এ নিয়ে অন্য কোনও নেতা সংবাদমাধ্যমে মুখ খুলবেন না বলে নির্দেশ দিয়েছেন বিনয় তামাং ৷

to take control on Gorkha Janmukti Morcha binay tamang dissolved all branch committee in Darjeeling
জিজেএম-এ রাশ টানতে দার্জিলিঙের সব শাখা কমিটি ভেঙে দিলেন বিনয় তামাং

By

Published : Jun 16, 2021, 9:24 PM IST

দার্জিলিং, 16 জুন : বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চায় কম্পন ৷ দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে দার্জিলিঙে গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) সব শাখা কমিটি ভেঙে দিলেন দলের সভাপতি বিনয় তামাং ৷ আজ সাংবাদিক বৈঠক করে বিনয় তামাং নিজে এ কথা জানিয়েছেন ৷ সেই সঙ্গে তাঁর স্পষ্টবার্তা, এবার থেকে কোনও সাংবাদিক বৈঠক বা জিজেএম’র কোনও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকলে তার জবাব তিনিই দেবেন ৷ দলের অন্য কোনও নেতা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলবে না ৷

কিন্তু, হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন? এ নিয়ে বিনয় তামাং বলেছেন, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এবং নেতা ও কর্মীদের নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ এখন থেকে গোর্খা জনমুক্তি মোর্চার যে কোনও ঘোষণা, এমনকি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টিও বিনয় তামাং নিজে পরিচালনা করবেন ৷

এ নিয়ে বিনয় তামাং বলেছেন, ‘‘কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে আলোচনা করার পর পাহাড়ের সমস্ত যুব, মহিলা এবং মহকুমা কমিটি ভেঙে দেওয়া হল । যতদিন না পর্যন্ত কোনও কমিটি গঠন হচ্ছে, কেন্দ্রীয় কমিটি পুরো বিষয়টির উপর নজরদারি চালাবে । দলের মধ্যে অনুশাসন বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’’ পাশাপাশি বিধানসভা নির্বাচনে বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার পরাজয়ের কারণ পর্যালোচনা করতে এবং সাংগঠনিক পরিস্থিতি নিয়ে 15 দিনের মধ্যে সাধারণ সম্পাদক অনিত থাপাকে রিপোর্ট দিতে বলেছেন বিনয় তামাং ৷ সমস্ত মহকুমা থেকে সেই রিপোর্ট সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : পাহড়ে ভোট মিটতেই দুই মোর্চা গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম 6

পাশাপাশি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ’র (GTA) নির্বাচন করতে চাইলে রাজ্য সরকারকে স্বাগত জানিয়েছেন বিনয় তামাং ৷ আর প্রশাসক থাকলেও তাদের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি ৷ কিন্তু, হঠাৎ করে গোর্খা জনমুক্তি মোর্চার সংগঠনের মধ্যে রাশ টানা কেন? সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে গত বছর হঠাৎই রাজ্যে ফিরে আসেন বিমল গুরুং ৷ আর তার পর থেকেই পাহাড়ে সক্রিয় হতে শুরু করে বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যরা ৷ এমনকি শাসক দল তৃণমূল বিমল গুরুং এর সঙ্গে জোট বেঁধে পাহাড়ের নির্বাচনে লড়াই করেছেন ৷ এই পরিস্থিতিতে গোর্খা জনমুক্তি মোর্চা বিনয় তামাং এর হাতছাড়া হয়ে যাওয়ার একশো শতাংশ সম্ভাবনা রয়েছে ৷ এই পরিস্থিতিতে নিজের গতি বাঁচাতেই কি দলে গোর্খা জনমুক্তি মোর্চায় রাশ টানতে শুরু করেছেন বিনয় তামাং ! এই প্রশ্নই পাহাড়ের রাজনীতিতে এখন ঘুরে বেড়াচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details