শিলিগুড়ি, 31 জুলাই : কোরোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে শুরু হয়েছে আনলকডাউন পর্ব ৷ ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু ক্ষেত্রে ৷ পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিকের দিকে এগিয়েছে ৷ কিন্তু, লকডাউন পর্বে অনেকেই কাজ হারিয়েছেন ৷ অনেকের আবার ছোট খাটো ব্যবসায় ইতি পড়েছে ৷ আনলক পর্বে অনেক কিছুই স্বাভাবিক হলেও অনেকেই এখনও পর্যন্ত কাজ ফিরে পাননি তাঁরা ৷ এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন তাঁরা ৷ বিপাকে পড়েছেন বহু বাড়ির মালিকেরাও ৷ অনেকেই কাজ না থাকায় বাড়ি ভাড়া ছেড়ে নিজেদের এলাকায় ফিরে গিয়েছেন ৷ যার ফলে অনেক বাড়িই খালি হয়ে পড়ে রয়েছে ৷
ঠিক এরকমই চিত্র ধরা পড়েছে শিলিগুড়িতে ৷ উত্তরবঙ্গের বহু জেলা থেকে মানুষ কর্মসূত্রে এখানে আসেন ৷ এই শহরেই ঘর ভাড়া নিয়ে থাকেন তাঁরা ৷ একটা সময় যখন এই শহরের অনেক বাড়িতেই ভাড়া থাকতেন ভিন জেলা বা রাজ্য থেকে আসা অনেকেই ৷ এখন তার সিংহভাগই ফাঁকা পড়ে রয়েছে ৷ অনেকেই বা বাড়ি পালটাতে চাইছেন ৷ কিন্তু, এই প্যানডেমিক পরিস্থিতিতে বাড়ি পেতে বেশ বেগ পেতে হচ্ছে ৷ যেসব ভাড়াটিয়ারা শহরে আছেন তাঁরাও পড়েছেন নানা সমস্যায় ৷ কিছু ক্ষেত্রে অনেকেরই পুরোনো বাড়ির চুক্তি শেষ হয়ে গিয়েছে ৷ নতুন বাড়ির খোঁজে বেড়িয়েছেন তাঁরা ৷ কিন্তু, নতুন বাড়ি মিলতে বেশ বেগ পেতে হচ্ছে তাঁদের ৷ এপ্রসঙ্গে বিবেকানন্দ পল্লীর বাসিন্দা চিরদীপ দত্ত বলেন, "একাধিক বাড়ি দেখেছি ৷ কোথাও বলা হচ্ছে ভাড়া দেওয়া হবে ৷ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই মিলবে বাড়ি ৷ কোথাও আবার অচেনা পাড়ায় ঘর নিতে গেলে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানাচ্ছেন ৷ আবার কোথাও জানতে চাওয়া হচ্ছে যে, মার্কেটিং সহ অন্য কোনও কাজে বাইরে গিয়েছিলেন কী না ? যার ফলে বাড়ি বদলাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে ৷ অন্যদিকে আবার বাড়ির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাড়ির মালিকও তাড়া দিচ্ছেন ৷ "
শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বাড়ির বাইরে ঝুলছে টু লেট বোর্ড ৷ অনেক বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিতে চাইলেও নানা আশঙ্কায় ভুগছেন ৷ যাঁরা বাড়ি ভাড়া নিতে আসছেন তাঁরা সম্প্রতি ভিনরাজ্যে যাননি তো ? আর্থিক ক্ষতি হলেও নিজেদের সুরক্ষার কথা ভেবেই এগোতে সাহস পাচ্ছেন না তাঁরা ৷ বাড়ির মালিক বিনয় চন্দ্র দে বলেন, " অবসরকালীন প্রাপ্য দিয়ে দ্বিতল বাড়ি বানিয়েছি ৷ নিচের তলায় ভাড়া দিয়ে থাকি ৷ পেনশন ছাড়াও ওই ভাড়া দিয়েই সংসার চালাই ৷ একমাস আগেই পুরোনো ভাড়াটিয়া উঠে গিয়েছে ৷ কিন্তু এখনও নতুন ভাড়াটে মেলেনি ৷ ঘর ভাড়া নিতে ভাড়াটে এলেও কিছুটা হলেও শঙ্কা রয়েছে মনে রয়েছে ৷ তাই যাঁরা ঘর ভাড়া নিতে আসছেন তাঁদের বেশ কিছু বিষয় জানতে চাইছি ৷ যা উত্তর মিলছে তাতে সন্তুষ্ট হতে পারছি না ৷ আবার অনেক ক্ষেত্রেও যাঁরা ঘর নিতে আসছেন তাঁদের ঘর পছন্দ হচ্ছে না ৷ যার ফলে রোজগারে বেশ কিছুটা টান পড়ছে ৷ কিন্তু এতে কিছু করার নেই ৷ ঘর ফাঁকা পড়ে রয়েছে ৷"