পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC inner Clash : রাতারাতি বদল তালিকায়, দলীয় প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ শাসকদলের কর্মী-সমর্থকদের - TMC inner Clash

তৃণমূল প্রার্থীকে রাস্তায় আটকে চলল তুমুল বিক্ষোভ । গোটা ঘটনায় ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল (TMC Workers protest by blocking candidates Car) ।

TMC Clash
দলীয় প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ শাসকদলের কর্মী-সমর্থকদের

By

Published : May 31, 2022, 8:39 PM IST

Updated : May 31, 2022, 9:49 PM IST

শিলিগুড়ি, 31 মে : রাতারাতি বদলে গেল শাসকদলের প্রার্থী ৷ শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের প্রার্থীপদ বদলের ঘটনায় প্রাক্তন বিরোধী দলনেতা তথা মহকুমা পরিষদের প্রার্থীকে রাস্তায় আটকে চলল তুমুল বিক্ষোভ । ছুঁড়ে মারা হল জলের বোতল ৷ গোটা ঘটনায় ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল (TMC Workers protest by blocking candidates Car) ।

জানা গিয়েছে, ফাঁসিদেওয়া আসনটি অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষিত ৷ ফলে ওই আসনে গতবারের জয়ী প্রার্থী তথা মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষকে খড়িবাড়ি থেকে প্রার্থী করা হয়েছে । এদিন সকালে মনোনয়ন জমা দেওয়ার আগে খড়িবাড়ির অধিকারী রক্ষাকালী মন্দিরে পুজো দিতে যান তিনি ।

দলীয় প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ কর্মী-সমর্থকদের

পুজো দিয়ে বেরোতেই তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা । বিক্ষোভকারীদের অভিযোগ, রানিগঞ্জ-পানিশালীর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জগন্নাথ রায়কে পঞ্চায়েত সমিতির প্রার্থী করা হয়েছিল । রাতারাতি সেই সিদ্ধান্ত পরিবর্তন করে শ্রীধর শিকদারকে পঞ্চায়েত সমিতির প্রার্থী করা হয় । পাশাপাশি শ্যামধনজোত আসনে গতবারের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী দীপু মণ্ডলকে এবার টিকিট দেওয়া হয়নি ৷ বদলে ব্লক তৃণমূল যুব সভাপতি অমৃত মণ্ডলের স্ত্রী সুজাতা মণ্ডল রায়কে প্রার্থী করা হয়েছে । আর সেসব হয়েছে কাজল ঘোষের অঙ্গুলিহেলনেই ।

আরও পড়ুন : বিধায়কের বিরুদ্ধে সরব হওয়ার জের ? রতুয়ায় পোলিং এজেন্টকে প্রাণে মারার চেষ্টা

এই অভিযোগেই এদিন বিক্ষোভ দেখায় কর্মী-সমর্থকরা । রাস্তায় কাজল ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন মহিলারা । পালটা বিক্ষোভ সরাতে তৃণমূল কংগ্রেসেরই অন্য অনুগামীরা বিক্ষোভকারীদের উপর চড়াও হয় । দু'পক্ষের মধ্যে সংঘর্ষও হয় । খড়িবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Last Updated : May 31, 2022, 9:49 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details