পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NRC তালিকায় নামছুট গোর্খাদের খোঁজে অসম যাবে তৃণমূল - শিলিগুড়ি

কিছুদিন আগে অসমে NRC-র তালিকা প্রকাশ করেছে কেন্দ্র ৷ সেই তালিকায় নাম নেই গোর্খা সম্প্রদায়ের অনেকেরই ৷ পরিস্থিতি দেখতে অসমে যান বিনয় তামাং এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ৷ এবার একই ইশুতে অসমে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বলে জানালেন গৌতমবাবু ৷

গৌতম দেব

By

Published : Sep 17, 2019, 5:44 PM IST

শিলিগুড়ি, 17 সেপ্টেম্বর: NRC- তে যে সমস্ত গোর্খাদের নাম ওঠেনি, তাঁদের খোঁজে আসাম যাবে তৃণমূল নেতৃত্ব । আজ একথা জানালেন তৃণমূল নেতা তথা রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ৷

কিছুদিন আগে অসমে NRC প্রকাশ হয়েছে ৷ সেই তালিকায় নাম নেই অসমে বসবাসকারী গোর্খা সম্প্রদায়ের অনেকের ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে অসমে যান মোর্চা নেতা বিনয় তামাং এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত ৷ এবার একই ইশুতে অসমে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ৷ এ কথা জানালেন গৌতমবাবু ৷

গৌতমবাবু বলেন, " NRC-এর জন্য পাহাড়ের প্রায় দেড় লাখ গোর্খার নাম বাদ গেছে ৷ এই পরিস্থিতিতে আমরা আন্দোলনে যাচ্ছি । কালিম্পঙে নাগরিক কনভেনশন হবে । দার্জিলিংয়ে আন্দোলন হবে ।"

তিনি আরও বলেন, "বাংলায় NRC চালু করতে দেব না । পাহাড়ে এনিয়ে আন্দোলন করতে কমিটি গঠন করেছি । পাহাড়ে দলের নেতা এল বি খাওয়াস ছাড়াও তিন বিশিষ্ট আইনজীবীকে কমিটিতে রাখা হয়েছে । এই কমিটি দ্রুত অসমে যাবে । সেখান NRC -তে নাম ওঠেনি এমন গোর্খাদের সঙ্গে কথাও বলা হবে । মুখ্যমন্ত্রীর নির্দেশে মিরিকে একাধিক উন্নয়নের কর্মকাণ্ড হাতে নেওয়া হচ্ছে । নতুন নতুন স্পট খুঁজে পরিকাঠামো উন্নয়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details