পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Siliguri Municipal Corporation Tmc: 'দুয়ারে সরকার' প্রকল্পকে হাতিয়ার করে পুর নির্বাচনে বাজিমাত করার লক্ষ্য শাসকদলের - siliguri

পুর নির্বাচনকে পাখির চোখ করে 'দুয়ারে সরকার' প্রকল্পের মাধ্যমে শহরবাসীর মন জয় করতে চাইছে শাসকদল । 16 অগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে 'দুয়ারে সরকার' প্রকল্পের কাজ । মোট 60টি ক্যাম্প করা হবে । বোরো ভিত্তিক ক্যাম্প বসানো হবে । যা আবেদন ও সমস্যা আসবে এক মাসের মধ্যে সমাধান করা হবে ।

Siliguri Municimal Corporation Tmc
'দুয়ারে সরকার' প্রকল্পকে হাতিয়ার করে পুর নির্বাচনে বাজিমাত করার লক্ষ্য শাসকদলের

By

Published : Aug 12, 2021, 11:00 AM IST

শিলিগুড়ি, 11 অগস্ট: বিধানসভা নির্বাচনে সাফল্যের পর এবার পুর নির্বাচনের জন্য ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের 'দুয়ারে সরকার' প্রকল্পকে হাতিয়ার করে পুর নির্বাচনে বাজিমাত করার পরিকল্পনা শাসকদলের । রাজ্যে ক্ষমতায় আসলেও বিগত পুর নির্বাচনে একবারের জন্যও শিলিগুড়ি পৌরনিগমে ক্ষমতায় আসেনি তৃণমূল কংগ্রেস । বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসা মাত্র এবার শিলিগুড়ি পৌরনিগম দখল করতে মরিয়া শাসক শিবির । সেজন্য ইতিমধ্যে পৌরনিগমের প্রশাসক বোর্ডে গৌতম দেব ও রঞ্জন সরকারকে বসিয়ে বাড়তি সুবিধা পেতে চাইছে শাসকদল ।

প্রশাসক বোর্ডে বসেই শহরের চিত্রে আমুল পরিবর্তন আনতে শুরু করেছে গৌতম দেব ও রঞ্জন সরকাররা । এবার শহরবাসীর মন জয় করতে রাজ্যের 'দুয়ারে সরকারকে' হাতিয়ার করছে তারা । 16 অগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে 'দুয়ারে সরকার' প্রকল্পের কাজ । বুধবার 'দুয়ারে সরকার' প্রকল্প নিয়ে প্রশাসনিক, স্বাস্থ্য ও পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন শিলিগুড়ি পৌরনিগম কর্তৃপক্ষ । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, সদস্য রঞ্জন সরকার, বিবেক বেদ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি অমিতাভ মাইতি, এডিসিপি পূর্ণিমা শেরপা, পুর-কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, সচিব শুভঙ্কর দাস, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য, অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) সুমন্ত সহায় সহ অন্যান্য ।

'দুয়ারে সরকার' প্রকল্পকে হাতিয়ার করে পুর নির্বাচনে বাজিমাত করার লক্ষ্য শাসকদলের

আরও পড়ুন: এক বছরের শিশুর খাদ্যনালীতে সেফটিপিন, সফল অস্ত্রোপচার

বৈঠকের পর গৌতম দেব বলেন, 'দুয়ারে সরকার' প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকারি প্রকল্পের আবেদন ও বিভিন্ন প্রক্রিয়ার কাজ হবে । মোট 60টি ক্যাম্প করা হবে । বোরো ভিত্তিক ক্যাম্প বসানো হবে । যা আবেদন ও সমস্যা আসবে এক মাসের মধ্যে সমাধান করা হবে । " বৈঠক সূত্রে জানা গিয়েছে, পাঁচটি বোরোতে পাঁচটি পৃথক ক্যাম্পের আয়োজন করা হবে । 1 নম্বর বোরো মার্গারেট হাইস্কুল, 2 নম্বর বরো কিরণচন্দ্র ভবন, 3 নম্বর বরো সূর্যসেন প্রাথমিক বিদ্যালয়, 4 নম্বর বোরো জ্যোৎস্নাময়ী হাইস্কুল এবং 5 নম্বর বোরোর শিবমঙ্গল হাইস্কুলে 'দুয়ারে সরকার' প্রকল্পের ক্যাম্প বসবে । 'দুয়ারে সরকারের' মাধ্যমে শিলিগুড়ি পুর এলাকার মূলত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্রসীমার নিচে এবং বস্তিবাসীদের ওই প্রকল্পের মাধ্যমে পুর নির্বাচনের আগে টার্গেট করছে রাজ্যের শাসকদল ।

ABOUT THE AUTHOR

...view details