শিলিগুড়ি, 31 ডিসেম্বর : প্রত্যাশিতভাবে শিলিগুড়ি পৌরনিগম দখলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পৌরনিগমের প্রাক্তন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবের উপরই ভরসা রাখল ঘাসফুল শিবির । শিলিগুড়ি পৌরনিগমের ভোটে এবার বামফ্রন্টের মুখ অশোক ভট্টাচার্য ৷ বিজেপির এগোচ্ছে বিধায়ক শঙ্কর ঘোষকে সামনে রেখে ৷ আর এই দুইয়ের বিরুদ্ধে লড়াই দেবেন শাসক দলের হেভিওয়েট নেতা গৌতম দেব ৷ তাঁকে মুখ করেই শিলিগুড়ির পৌর বোর্ড দখল করার চেষ্টায় তৃণমূল (TMC leader Gautam Deb to contest in SMC Election 2022) ৷
বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয় । সেখানে রয়েছে বেশ কিছু চমক ৷ কিছুটা রদবদল হলেও বাদ পড়েছেন বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর ও জেলার প্রথম সারির নেতারা ৷ আবার রাজ্য ও জেলার একাধিক সাংগঠনিক পদে থাকা নেতাদেরও প্রার্থী করা হয়েছে ৷ সব মিলিয়ে এবারের শিলিগুড়ি পৌরনিগম নির্বাচন জমজমাট ।
পৌরনিগমের 33 নম্বর ওয়ার্ডের প্রার্থী গৌতম দেব (SMC Election 2022) ৷ দীর্ঘদিন কাউন্সিলরহীন থাকা বিতর্কিত 15 নম্বর ওয়ার্ডে টিকিট দেওয়া হয়েছে প্রাক্তন প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকারকে । পৌর নির্বাচনে টিকিট পেয়েছেন জেলার মুখপাত্র বেদব্রত দত্ত । 45 নম্বর ওয়ার্ডে তাঁর প্রতিপক্ষ প্রাক্তন বাম মেয়র পারিষদ নুরুল ইসলাম । 20 ও 21 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছেন সমাজকর্মী অভয়া বসু এবং জেলার যুব সভাপতি কুন্তল রায়।
আরও পড়ুন : SMC Election 2022 : শংকর ঘোষকে সামনে রেখে শিলিগুড়ি দখলের স্বপ্ন বিজেপির