পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SMC Election 2022 : অশোক-শংকরকে টেক্কা দিতে তৃণমূলের মুখ গৌতম দেব, ঘাসফুলের টিকিটে দলবদলুরাও - শিলিগুড়ি পুরভোটে 33 ওয়ার্ডে গৌতম দেব

বাইশের বাইশে শিলিগুড়ি-সহ রাজ্যের 4টি পৌরনিগমে নির্বাচন ৷ শিলিগুড়ি পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মুখ গৌতম দেব (TMC leader Gautam Deb to contest in SMC Election 2022) ৷

SMC Election 2022
অশোক-শংকরের মুখোমুখি তৃণমূলের গৌতম দেব

By

Published : Dec 31, 2021, 7:26 AM IST

শিলিগুড়ি, 31 ডিসেম্বর : প্রত্যাশিতভাবে শিলিগুড়ি পৌরনিগম দখলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পৌরনিগমের প্রাক্তন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবের উপরই ভরসা রাখল ঘাসফুল শিবির । শিলিগুড়ি পৌরনিগমের ভোটে এবার বামফ্রন্টের মুখ অশোক ভট্টাচার্য ৷ বিজেপির এগোচ্ছে বিধায়ক শঙ্কর ঘোষকে সামনে রেখে ৷ আর এই দুইয়ের বিরুদ্ধে লড়াই দেবেন শাসক দলের হেভিওয়েট নেতা গৌতম দেব ৷ তাঁকে মুখ করেই শিলিগুড়ির পৌর বোর্ড দখল করার চেষ্টায় তৃণমূল (TMC leader Gautam Deb to contest in SMC Election 2022) ৷

বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয় । সেখানে রয়েছে বেশ কিছু চমক ৷ কিছুটা রদবদল হলেও বাদ পড়েছেন বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর ও জেলার প্রথম সারির নেতারা ৷ আবার রাজ্য ও জেলার একাধিক সাংগঠনিক পদে থাকা নেতাদেরও প্রার্থী করা হয়েছে ৷ সব মিলিয়ে এবারের শিলিগুড়ি পৌরনিগম নির্বাচন জমজমাট ।

পৌরনিগমের 33 নম্বর ওয়ার্ডের প্রার্থী গৌতম দেব (SMC Election 2022) ৷ দীর্ঘদিন কাউন্সিলরহীন থাকা বিতর্কিত 15 নম্বর ওয়ার্ডে টিকিট দেওয়া হয়েছে প্রাক্তন প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকারকে । পৌর নির্বাচনে টিকিট পেয়েছেন জেলার মুখপাত্র বেদব্রত দত্ত । 45 নম্বর ওয়ার্ডে তাঁর প্রতিপক্ষ প্রাক্তন বাম মেয়র পারিষদ নুরুল ইসলাম । 20 ও 21 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছেন সমাজকর্মী অভয়া বসু এবং জেলার যুব সভাপতি কুন্তল রায়।

আরও পড়ুন : SMC Election 2022 : শংকর ঘোষকে সামনে রেখে শিলিগুড়ি দখলের স্বপ্ন বিজেপির

24 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শংকর ঘোষের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্য সম্পাদক প্রতুল চক্রবর্তীকে । 6 নম্বর ওয়ার্ডে অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মহম্মদ আলম । গতবার তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ।

এছাড়া গত পৌর নির্বাচনের মতো টিকিট পেয়েছেন রঞ্জন শীল শর্মা, দুলাল দত্ত, অলোক ভক্ত, মানিক দে, প্রদীপ গোয়েল, শ্রাবণী দত্ত, প্রশান্ত চক্রবর্তী । এমনকি জায়গা পেয়েছেন দলবদলুরাও । প্রাক্তন বাম ডেপুটি মেয়র রামভজন মাহাতো, মেয়র পারিষদ কমল আগরওয়াল, পরিমল মিত্র, বিজেপির প্রাক্তন কাউন্সিলর খুশবু মিত্তল, কংগ্রেসের পিন্টু ঘোষ, জয়ন্ত সাহা, সিপিএমের তাপস চট্টোপাধ্যায়, প্রীতিকণা বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদানের পর উপহারস্বরূপ এবারও শাসকদলের টিকিট পেয়েছেন । এছাড়াও নতুন প্রার্থী করা হয়েছে 36 জনকে ।

অভিজ্ঞ নেতার পাশাপাশি শিলিগুড়ি পৌরনিগম দখলে নতুন মুখের উপর ভরসা রাখল তৃণমূল কংগ্রেস । শুক্রবার থেকে নির্বাচনী প্রচার শুরু হবে । দলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী বলেন, "আমাদের এবার কোনও প্রতিপক্ষ নেই । এই 47 জনকে নিয়েই আমরা নির্বাচনে লড়াই করে বোর্ড দখল করব । আমরা নিশ্চিত, মানুষ আমাদেরই ভোট দেবে ।"

আরও পড়ুন : Ashok Bhattacharya will contest in Siliguri Poll : নেপথ্যে কি বুদ্ধদেবের ফোন, ফের শিলিগুড়ি পৌরভোটে লড়ছেন অশোক

ABOUT THE AUTHOR

...view details