শিলিগুড়ি, 31 মার্চ: এখন থেকেই শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC is focusing on Siliguri Mahakuma Parishad Election) । বৃহস্পতিবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলার শীর্ষ নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের তরফে দার্জিলিং জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস ৷ ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেনও । বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, চেয়ারম্যান অলোক চক্রবর্তী, পৌরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জেলা যুব সভাপতি কুন্তল গোস্বামী-সহ অন্যান্যরা ।
জানা গিয়েছে, সামনের বছর রয়েছে মহকুমা পরিষদের নির্বাচন (Siliguri Mahakuma Parishad) । শিলিগুড়ি মহকুমা পরিষদে গত চার বছর ধরে প্রশাসক দিয়ে কাজ চলছে । থমকে রয়েছে উন্নয়নমূলক অনেক কাজ ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তা পাওয়ার পর এখন থেকেই এই নির্বাচন নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে চলেছে ঘাসফুল শিবির । শিলিগুড়ি পৌরনিগমের মতো এতদিন শিলিগুড়ি মহকুমা পরিষদও অধরা ছিল রাজ্যের শাসকদলের । কিন্তু এবার শিলিগুড়ি পৌরনিগমে পালাবদল এসেছে । 37টি আসন নিয়ে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস । আর শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনের ফলের প্রভাব মহকুমা পরিষদ নির্বাচনেও পরবে বলে দাবি করেছেন দলীয় নেতৃত্ব ।