শিলিগুড়ি, ১৬ মার্চ : রাজ্যের ৪১টি আসনে নিজেরা প্রার্থী দিলেও দার্জিলিং আসনে মোর্চা বিধায়ক অমর সিং রাইকে প্রার্থী করেছে শাসক তৃণমূল শিবির। কেন এই রণকৌশল তা আজ জানালেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব। আজ শিলিগুড়িতে তিনি বলেন, "ওদের জায়গা দিতে হত। তাই ওদের ওই আসনে এগিয়ে দিয়েছি নিজেরা পিছিয়ে থেকে। ওখানে ওরাই বড় দল। শক্তি আছে। তাই এই সিদ্ধান্ত। কিন্তু এর পিছনে আমাদের গোপন কোনও অ্যাজেন্ডা নেই। লক্ষ্য শুধুই জয় এবং উন্নয়ন।"
আজ সাংবাদিক বৈঠকে গৌতমবাবু বলেন, "অন্তত ৫ বছর আমাদের সুযোগ দিলে সব সমস্যা সমাধান করব আমরা। গত দশ বছর BJP-র পরিযায়ী পাখিরা দার্জিলিঙের লোকসভা আসন দখলে রেখেছেন। কিন্তু বিদায়ী সাংসদ এলাকার উন্নয়নে কিছুই করেননি। সাংসদ তহবিলের ২৫ কোটি টাকার মধ্যে মাত্র ৬ কোটি টাকা খরচ করতে পেরেছেন। তাই এবার তাদের ব্যর্থতার বিরুদ্ধে মানুষের রায় চাইছি। মানুষ বিমল গুরুঙকে অনুভবও করতে চায় না। বিমল গুরুঙের কোনও অস্তিত্ব নেই। একটা আতঙ্ক আছে। ও আসা মানে গুন্ডাগারদি। ও আসা মানে তোলাবাজি।"