শিলিগুড়ি, 19 জানুয়ারি : আর একদিন পরেই মুখ্যমন্ত্রীর সফর ৷ তার আগে প্রকাশ্যে এল শিলিগুড়িতে দলের ভাঙন ৷ গতকাল সন্ধ্যায় তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী ৷ এরপর আরও বেশ কয়েকজন বর্তমান কাউন্সিলর দল বদল করবে বলেও ঘোষণা করেন BJP-র জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল ৷ শিলিগুড়িতে আরও অনেক চমক অপেক্ষা করছে বলেও ইঙ্গিত করেন ৷
শুক্রবার শিলিগুড়িতে পৌরনিগমের ওয়ার্ড বিন্যাসের খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল ৷ তার 24 ঘণ্টার মধ্যেই দলে এই ভাঙন ৷ জয়দীপ নন্দী নিউ জলপাইগুড়ি এলাকায় দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পদের দায়িত্বে ছিলেন ৷ কিছুদিন ধরে নানা ঝামেলার কারণে নিজেকে দল থেকে গুটিয়ে নিয়েছিলেন ৷ বলেন, "2011 সালে মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল ৷ কিন্তু, কয়েকবছরেই মানুষের আশা ভঙ্গ হয়েছে ৷ দীর্ঘদিন ধরে দলের ভিতরে থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছিলাম ৷ দলীয় নেত্রী সেসব গ্রাহ্য করছিলেন না ৷ পরে দেখলাম, বাংলায় পরিবর্তন একমাত্র BJP-ই আনতে পারে ৷ তাই আমি BJP-তে যোগ দিলাম ৷"