শিলিগুড়ি, 24 জুলাই : লক্ষ্য 2021 । সেই লক্ষ্যেই এখন থেকে কোমর বেঁধে ময়দানে নামতে চান জেলা সভাপতি । সেই লক্ষ্যেই এবার জেলাস্তরে কিছু সাংগঠনিক পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়ে দিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার ।
নতুনদের নিয়ে নতুনভাবে পথ চলতে চান দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি । সেই লক্ষ্যে আগামীতে নতুন করে দলের কর্মসূচীও ঘোষণা হবে । গতকাল তৃণমূলের সাংগঠনিক স্তরে রদবদল হয় । রদবদল হয় দার্জিলিংয়ের জেলা তৃণমূলেও । ক্ষমতায় এসেছেন অনেক তরুণ নেতৃত্ব । অন্যদিকে, প্রবীণদের কাঁধে চাপানো হয়েছে গুরু দায়িত্ব । আজ দার্জিলিংয়ের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন জেলা সভাপতি রঞ্জন সরকার । একজোট হয়ে লড়াইয়ের ডাক দেন তিনি । একইসঙ্গে দলের ছাত্র, যুব ও মহিলাদের বুথ স্তরে বৈঠক সারার বিষয়টিও স্পষ্ট করেন ৷
সাংবাদিক বৈঠকে রঞ্জনবাবু বলেন, “ব্লক সভাপতিরা ক্ষমতায় থাকছেন । তা বাদে সমস্ত কমিটি ভেঙে দেওয়া হল আজ থেকে । পরবর্তীতে আলোচনা সাপেক্ষে এক-এক করে নতুন অঞ্চল, ওয়ার্ড কমিটিগুলি গঠন করা হবে ।” অন্যদিকে, নতুন দায়িত্বপ্রাপ্তরা কীভাবে কাজ করবেন তা সকলে মিলে আলোচনা করেই এগোবেন বলেও ইঙ্গিত দেন তিনি ।
আজ সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, “BJP সাংসদের নিখোঁজ সংক্রান্ত পোস্টার পড়ার 90 দিন বাদে তিনি শহরে এলেন । কিন্তু, কবে আবার দিল্লি চলে গেলেন তা জানতেই পারলাম না । অন্যদিকে, CPI(M) ও কংগ্রেসের বিধায়কদের দেখা মেলেনি কোরোনার সময়ে । ঘরে বসে ক্যামেরার সামনে মিথ্যাচার করছেন তারা । এ'সবের বিরুদ্ধে আমরা মানুষের কাছে যাব । তাঁদের বোঝাবো এরা জিতলে জেলার ক্ষতি ।”
অন্যদিকে, BJP-কে আক্রমণ করে তিনি বলেন, “BJP এখন রাজনৈতিক দেউলিয়া হয়ে পড়েছে । তাই বাইরে থেকে RSS-র লোক এনে বাংলাকে অশান্ত করতে চায় । আমরা জেলায় রাজনৈতিক স্থিতাবস্থা বজিয়ে রেখেছি । কিন্তু, লক্ষ্য করেছি সম্প্রতি বনধে কিভাবে BJP গুণ্ডা নিয়ে শহর জ্বালানোর চেষ্টা করেছে । এসব বরদাস্ত করব না আমরা । আমরা চাই রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনের মতোই হোক ।”