শিলিগুড়ি, 5 মার্চ : পাহাড়ে কোনও রাজনৈতিক দলের সঙ্গে ভবিষ্যতে সমঝোতা করতে চায় না তৃণমূল কংগ্রেস ৷ জিটিএ বা আর যে নির্বাচনগুলি হবে, সেখানে একাই লড়তে চায় বাংলার শাসকদল (TMC Decides to go alone in next elections of Darjeeling) ৷ শনিবার দার্জিলিং জেলা হিল তৃণমূল কংগ্রেসের (Darjeeling Hill TMC) তরফে পৌরসভা নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক হয় ৷ সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ স্থানীয়স্তরে নেওয়া এই সিদ্ধান্ত দলের শিলিগুড়ি পৌরনিগমের মেয়র তথা পর্যবেক্ষক গৌতম দেব ও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও পাঠিয়েছেন হিল তৃণমূলের নেতারা ৷
সাম্প্রতিক দার্জিলিং পৌরভোটে জিতেছে হামরো পার্টি ৷ বোর্ড তারাই গড়তে চলেছে ৷ পৌর নির্বাচনে গোটা বাংলায় যখন ঘাসফুল ঝড় হল (TMCs Landslide Victory in Bengal Civic Polls 2022), তখন পাহাড়ে এত খারাপ ফল কেন ? গত বুধবার থেকেই এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে রাজ্য রাজনীতির অলিন্দে ৷
তবে দার্জিলিং পৌরসভায় তৃণমূলের ফল খারাপ হয়নি বলেই স্থানীয় নেতৃত্বের মত ৷ শনিবার পর্যালোচনা বৈঠকের শেষে এমনই মত প্রকাশ করেছেন হিল তৃণমূলের নেতা বিনয় তামাং (Former GTA Chairman Binay Tamang) ৷ তিনি বলেন, "পাহাড়ে পৌরসভা নির্বাচনের পর 38 শতাংশ ভোট বৃদ্ধি পেয়েছে । কিন্তু আমরা চাইলে 32টি ওয়ার্ডেই প্রার্থী দিতে পারতাম । কিন্তু নেতৃত্বদের নির্দেশমতো আমরা দশটি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছি । দশটি ওয়ার্ডে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি । আমরা সবরকম নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত ।’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, পাহাড়ের ভোটে এবার কারও সঙ্গে তৃণমূলের খোলাখুলি জোট হয়নি ৷ কিন্তু তৃণমূল যে 10টি আসনে প্রার্থী দিয়েছিল, সেই 10টি ছেড়ে বাকি 22টিতে লড়াই করে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janamukti Morcha Leader Bimal Gurung) ৷ রাজনৈতিক মহলের মতে, অলিখিত জোট ছিল মোর্চা ও তৃণমূলের মধ্যে ৷ সেই বিষয়টিই হয়তো পাহাড়ের মানুষ মেনে নিতে পারেননি ৷ যদিও বিনয়ের দাবি, পাহাড়ে তৃণমূলের জনপ্রিয়তা বাড়ছে ৷