শিলিগুড়ি, 18 এপ্রিল : ভোট চলাকালীন BJP-র মাটিগাড়া যুব মণ্ডলের সভাপতি দীপ নন্দীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের অধীন কলাবস্তির 286 নম্বর বুথ সংলগ্ন এলাকার। শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
BJP-র মণ্ডল যুব সভাপতিকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - tmc
ভোট চলাকালীন শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের অধীন কলাবস্তির 286 নম্বর বুথ সংলগ্ন এলাকায় BJP-র মাটিগাড়া যুব মণ্ডলের সভাপতিকে মারধোরের অভিযোগ উঠল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে।
আজ সকাল থেকেই মাটিগাড়া এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করছিলেন দীপ ও দলের অন্য নেতারা। দুপুর নাগাদ তারা কলাবস্তি এলাকায় পৌঁছন। সে সময় একদল দুষ্কৃতী তাঁদের ওপর চড়াও হয়। দীপকে মারধরের পাশাপাশি তাঁর সঙ্গে থাকা নেতাদেরও মারধর করা হয়। অভিযোগ, ওই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত।
দীপ বলেন, "আমরা বুথ অফিসগুলি পরিদর্শন করছিলাম। আমাদের দলের লোকেদের সঙ্গে কথা বলছিলাম। সেই সময় আচমকা আমার সঙ্গে থাকা নেতাদের মারধর করে তৃণমূলের গুন্ডারা। এরপর আমাকেও মারধর করে। পিঠে ও বুকে চোট লাগে। আমার জামা ছিড়ে দেওয়া হয়।"