পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: বিজেপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

বিজেপির দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ নির্বাচনের মুখে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

Etv Bharat
বিজেপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ

By

Published : Jun 23, 2023, 9:05 PM IST

বিজেপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ

শিলিগুড়ি, 23 জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির দলীয় কার্যালয় জ্বালিয়ে দেওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে । শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে । পুড়ে খাক হয়ে যায় ওই বিজেপির দলীয় কার্যালয়টি । বৃহস্পতিবার মাঝরাতে শিলিগুড়ি পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডের ডাবগ্রামে বিজেপির দলীয় কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, 23 নম্বর ওয়ার্ডটি একদম ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রর গা ঘেঁষে রয়েছে । এই ওয়ার্ডের পরই ডাবগ্রাম 2 গ্রাম পঞ্চায়েত । পঞ্চায়েত নির্বাচনের জন্য ওই কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল চেয়ার, টেবিল, পোস্টার, ব্যানার ও দলীয় পতাকা-সহ অন্যান্য সামগ্রী । পাশাপাশি অন্যদিকে, 23 নম্বর ওয়ার্ডটি তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে ।

বৃহস্পতিবার রাতে স্থানীয় এক যুব মোর্চার সদস্য দেখতে পায় তাদের দলীয় কার্যালয়ে আগুন জ্বলছে । এরপর তারাই খবর দেয় পুলিশ ও দমকলে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় গোটা দলীয় কার্যালয়টি । সকালে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপির শীর্ষ নেতৃত্বরা । বিজেপির তরফে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

এই বিষয়ে বিজেপির স্থানীয় 4 নম্বর মণ্ডল যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ পাল বলেন, "পঞ্চায়েত নির্বাচনের জন্য দলীয় কার্যালয়ে পতাকা, পোস্টার ও ব্যানার-সহ একাধিক জিনিস মজুত করে রাখা হয়েছিল । সমস্ত পুড়ে গিয়েছে । পাশাপাশি, এই ওয়ার্ডে যাতে বিজেপি না থাকে তার জন্যই ষড়যন্ত্র করে দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে । আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি ।"

যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর লক্ষ্মী পাল । তিনি বলেন, "কীভাবে আগুন লাগল জানা নেই । সেটা তদন্তের বিষয় । কিন্তু এতে তৃণমূল কংগ্রেসের কোনও হাত নেই । সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ।"

আরও পড়ুন : চোপড়ায় মনোনয়নের দিন সংঘর্ষে জখম সিপিএম কর্মীর মৃত্যু

ABOUT THE AUTHOR

...view details