শিলিগুড়ি, 14 মার্চ: দারুণ খুশির খবর পর্যটকদের জন্য। ফের একবার মা হল বাঘিনী শিলা । এই নিয়ে তৃতীয়বার মা হল শিলা । গত 10 মার্চ ভোরে রয়্যাল শাবকের জন্ম দিয়েছে শিলা । তাও আবার একটা বা দুটো নয় । পাঁচ-পাঁচটি রয়্যাল শাবকের জন্ম হয়েছে (Birth of five royal cubs)। এই নিয়ে বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari park) রয়্যাল বেঙ্গলের সংখ্যা বেড়ে হল এগারোটি ।
এই নিয়ে সব মিলিয়ে দশটি শাবকের জন্ম দিয়েছে শিলা । আর শাবকদের জন্মের পরই উচ্ছ্বসিত বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ । এইবারও মা শিলা হলেও বাবা কিন্তু বিভানই । পাঁচ নতুন সদস্যের আগমনে সাফারি পার্ক কর্তৃপক্ষ বেজায় খুশি । বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও উচ্ছ্বসিত ।
এর আগেও অবশ্য তিনটি সন্তানের জন্ম দিয়েছে বাঘিনী শিলা । এর আগে স্নেহাশিসের সঙ্গে সুখের সংসার সেরেছে সে । 2018 সালের 11 মে দম্পতির তিন সন্তানের জন্ম হয় । 2 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই তিন বাঘ শাবকের নামকরণ করে কিকা, রিকা এবং ইকা।
পাঁচ নতুন সদস্যের সংযোজনে খুশির হাওয়া বেঙ্গল সাফারিতে আরও পড়ুন :পশ্চিমবঙ্গ-অসম সীমান্তে এই প্রথম উদ্ধার অস্ট্রেলিয়ান ক্যাঙারু, নজির বারোবিশা পুলিশের
কিন্তু 29 অক্টোবর শারীরিক দুর্বলতার কারণে মারা যায় ইকা । তারপরে অবশ্য বাকি দুই শাবক কিকা ও রিকা বেড়ে ওঠে সাফারি পার্কে। কিন্তু ওই বছরের শুরুতেই স্নেহাশিসকে নতুন সংসার পাততে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। স্নেহাশিস যেতেই কিছুটা মন মরা হয়ে গিয়েছিল শিলা। যদিও সেসময় পার্কে আরও এক পুরুষ বাঘ বিভান থাকায় কিছুটা চিন্তা কম ছিল পার্ক কর্তৃপক্ষের। স্নেহাশিস না থাকায় বিভানকেই নিজের সঙ্গী হিসেবে মেনে নেয় শিলা। দুজনের মন বুঝতে জন্য প্রায় তিন মাস সময় লেগে গিয়েছিল ।
পাঁচ-পাঁচটি রয়্যাল শাবকের জন্ম দিল শিলা ও বিভান দম্পতি প্রথমে তাদের পাশাপাশি দু’টি এনক্লোজারে এক মাস রাখা হয়। এরপর দু’জনকে নাইট শেল্টারে একসঙ্গে রাখা হয়েছিল। কিন্তু পুরো প্রক্রিয়াতেই নির্জন ও নিরিবিলি পরিবেশের প্রয়োজন হয়, তাই দম্পতিকে লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছিল। এরই মধ্যে করোনার জন্য লকডাউন জারি হলে পর্যটকহীন হয়ে যায় সাফারি পার্ক। এতে প্রজননে আরও বেশি সহায়ক পরিবেশ হয়ে যায়। 2020 সালের অগাস্ট মাসে আরও তিন শাবকের জন্ম দেয় শিলা ও বিভান দম্পতি। সেই তিন শাবকের নাম যদিও এখনও ঠিক করা হয়নি। এরপর ফের এই বছর একসঙ্গে পাঁচ শাবকের জন্ম দিয়েছে শিলা।
আরও পড়ুন :Leopard Killed : চিতাবাঘ মেরে পিকনিক ! সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে গ্রেফতার 3
পার্ক সূত্রে জানা গিয়েছে, মা ও শাবক প্রত্যেকেই আপাতত সুস্থ রয়েছে । তাদের আলাদা করে রাখা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে চব্বিশ ঘন্টা নজর রাখা হচ্ছে। আপাতত কাউকে শিলার কাছে যেতে দেওয়া হচ্ছে না।