শিলিগুড়ি, 12 অগাস্ট: খুশির খবর বেঙ্গল সাফারি পার্কে। ফের মা হল শীলা । আজ সকালে তিন সন্তানের জন্ম দিয়েছে বাঘিনীটি । এর আগেও একটি সাদা রয়্যাল বেঙ্গল শাবকসহ 3 শাবকের জন্ম দিয়েছিল সে । তার মধ্যে একটি মারা যায় । এরপর আজ ফের তিন সন্তানের জন্ম দিয়েছে শীলা । তিনটি শাবকই সুস্থ রয়েছে ।
স্নেহাশিসকে সঙ্গী করে এর আগে তিনটি রয়্যাল বেঙ্গল শাবকের জন্ম দিয়েছিল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে থাকা রয়্যাল বেঙ্গল টাইগ্রেস শীলা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নাম দিয়েছিলেন কিক, রিকা এবং ইকা । এবার শীলার সঙ্গী বিভান । দিন কয়েক আগেই সাফারি পার্কের কর্তারা জানিয়েছিলেন সন্তান সম্ভবা শীলা । আজ সকালে সাফারি পার্কের কর্মীরা দেখেন ফুটফুটে তিন শাবকের জন্ম দিয়েছে সে । ঘটনায় বেজায় খুশি সাফারি পার্ক কর্তৃপক্ষ ।
3 সন্তানের জন্ম দিল শীলা - বেঙ্গল সাফারি পার্ক
আজ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে তিনটি শাবকের জন্ম দিয়েছে বাঘিনী শীলা ৷
ফের তিন সন্তানের মা হল শিলা
সাফারি পার্কের ডিরেক্টর ধর্মদেব রাই জানান, "তিনটি শাবক সুস্থ রয়েছে । চিকিৎসকরা শাবক ও মায়ের স্বাস্থ্য পরীক্ষা করেছেন । সকলে সুস্থ রয়েছে ।"