শিলিগুড়ি, 17 জুলাই : ছিনতাইয়ে বাধা দেওয়ায় ট্রেন থেকে ধাক্কা দিয়ে টিকিট পরীক্ষককে ফেলে দিল দুষ্কৃতীরা । জখম টিকিট পরীক্ষকের নাম অজয় সোনা । বর্তমানে নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন ।
লুটপাটে বাধা, টিকিট পরীক্ষককে ট্রেন থেকে ফেলে চম্পট দুষ্কৃতীদের - Miscreants
ট্রেনে লুটপাটে বাধা । মারধর করে টিকিট পরীক্ষককে ট্রেন থেকে ফেলে দিল দুষ্কৃতীরা ।
গতরাতে ধুমডাঙ্গি ও তিন মাইল স্টেশনের মাঝে গয়া ডাউন কামাখ্য়া এক্সপ্রেস আচমকাই দাঁড়িয়ে পড়ে । সেই সুযোগে কয়েকজন ট্রেনে উঠে পড়ে । অভিযোগ, যাত্রীদের থেকে টাকা-পয়সা ও গয়না হাতিয়ে নিতে থাকে তারা । সেই সময় বাধা দিতে আসেন ওই টিকিট পরীক্ষক অজয় সোনা । তাঁকে মারধর করে ট্রেন থেকে ফেলে দেয় দুষ্কৃতীরা । অভিযোগ, সেই সময় ট্রেনে কোনও নিরাপত্তা রক্ষী ছিলেন না ।
গুরুতর জখম অবস্থায় ওই টিকিট পরীক্ষককে উদ্ধার করে ট্রেনের যাত্রীরা । উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ADRM (NJP) পার্থপ্রতিম রায় বলেন, "এর আগে এ রকম ঘটনা ঘটেনি । তদন্ত শুরু হয়েছে।"