কার্শিয়াং, 7 জুন : কার্শিয়াংয়ের খাদে গাড়ি পড়ে ভয়াবহ দুর্ঘটনা ৷ সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়েই পাহাড়ি খাদে পড়ে যায় গাড়িটি ৷ এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন যুবক ৷ তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে ৷ বাকি দু’জন কার্শিয়াং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার শিকার ওই তিন যুবক দার্জিলিংয়ের সোনাদার বাসিন্দা ৷ দুর্ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের কার্শিয়াং মহকুমার গৌরীশংকর চা বাগানের কাছে ৷ রাজ্য়জুড়ে লকডাউন পরিস্থিতির জেরে জ্বালানি পেতে সমস্য়া হচ্ছিল ৷ তাই চারচাকা গাড়িতে পেট্রল ভরতে কার্শিয়াং থেকে শিলিগুড়ির দিকে আসছিলেন ওই তিন যুবক।