শিলিগুড়ি, 22 সেপ্টেম্বর : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College & Hospital) মৃত্যু হল জ্বর নিয়ে ভর্তি হওয়া একটি শিশুর ৷ গত কয়েকদিনের মধ্যে এই প্রথম এই হাসপাতালে জ্বরে আকান্ত কোনও শিশুর মৃত্যু হল ৷ ঘটনায় উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এই ধরনের ঘটনা ঠেকাতে আগামী দিনে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের বক্তব্য, জ্বর হলেই দ্রুত শিশুকে হাসপাতালে ভর্তি করতে হবে ৷ কোনও হাসপাতাল যদি শিশুকে অন্য হাসপাতালে ‘রেফার’ করে, সেক্ষেত্রেও দ্রুত সারতে গোটা প্রক্রিয়া ৷ যাতে চিকিৎসা শুরু করতে অযথা সময় নষ্ট না হয় ৷
আরও পড়ুন :Child Fever: অজানা জ্বরে শিশুদের চিকিৎসায় উত্তরবঙ্গের হাসপাতালে শয্যা বাড়াতে নির্দেশ রাজ্যের
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম বিপাশা সিংহ ৷ বয়স মাত্র তিনমাস ৷ গত 16 সেপ্টেম্বর ওই শিশুর জ্বর হয় ৷ সেদিনই তাকে শিলিগুড়ি লাগোয়া খড়িবাড়ি ব্লক হাসপাতালে ভর্তি করা হয় ৷ এরপর শারীরিক অবস্থার অবনতি হলে গত 18 সেপ্টেম্বর ওই শিশুটিকে খড়িবাড়ি ব্লক হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘রেফার’ করা হয় ৷ সেদিনই ওই শিশুর রক্তের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কলকাতার ‘স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন’-এ পাঠানো হয় ৷ রিপোর্ট এলে জানা যায়, শিশুটি ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ৷ সঙ্গে প্রবল শ্বাসকষ্টও ছিল তার ৷