পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Child Fever : উত্তরবঙ্গ মেডিক্যালে জ্বরে আক্রান্ত শিশুর মৃত্যু - শিলিগুড়ি

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল তিনমাসের একটি শিশুর ৷ বিপাশা সিংহ নামে ওই শিশুটি জ্বরে আক্রান্ত ছিল ৷ সঙ্গে শ্বাসকষ্টের সমস্যাও ছিল তার ৷

three month old baby girl died at North Bengal Medical College & Hospital in fever
Child Fever : উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু জ্বরে আক্রান্ত শিশুর

By

Published : Sep 22, 2021, 6:10 PM IST

শিলিগুড়ি, 22 সেপ্টেম্বর : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College & Hospital) মৃত্যু হল জ্বর নিয়ে ভর্তি হওয়া একটি শিশুর ৷ গত কয়েকদিনের মধ্যে এই প্রথম এই হাসপাতালে জ্বরে আকান্ত কোনও শিশুর মৃত্যু হল ৷ ঘটনায় উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এই ধরনের ঘটনা ঠেকাতে আগামী দিনে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের বক্তব্য, জ্বর হলেই দ্রুত শিশুকে হাসপাতালে ভর্তি করতে হবে ৷ কোনও হাসপাতাল যদি শিশুকে অন্য হাসপাতালে ‘রেফার’ করে, সেক্ষেত্রেও দ্রুত সারতে গোটা প্রক্রিয়া ৷ যাতে চিকিৎসা শুরু করতে অযথা সময় নষ্ট না হয় ৷

আরও পড়ুন :Child Fever: অজানা জ্বরে শিশুদের চিকিৎসায় উত্তরবঙ্গের হাসপাতালে শয্যা বাড়াতে নির্দেশ রাজ্যের

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম বিপাশা সিংহ ৷ বয়স মাত্র তিনমাস ৷ গত 16 সেপ্টেম্বর ওই শিশুর জ্বর হয় ৷ সেদিনই তাকে শিলিগুড়ি লাগোয়া খড়িবাড়ি ব্লক হাসপাতালে ভর্তি করা হয় ৷ এরপর শারীরিক অবস্থার অবনতি হলে গত 18 সেপ্টেম্বর ওই শিশুটিকে খড়িবাড়ি ব্লক হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘রেফার’ করা হয় ৷ সেদিনই ওই শিশুর রক্তের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কলকাতার ‘স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন’-এ পাঠানো হয় ৷ রিপোর্ট এলে জানা যায়, শিশুটি ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ৷ সঙ্গে প্রবল শ্বাসকষ্টও ছিল তার ৷

প্রথমে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি রেখে বাচ্চাটির চিকিৎসা করা হচ্ছিল ৷ কিন্তু শ্বাসকষ্ট না কমায় তাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় ৷ তবে, তাতেও শেষরক্ষা হয়নি ৷ বুধবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, ‘‘(ইদানীংকালে) এই প্রথম কোন শিশুর এখানে জ্বরে মৃত্যু হয়েছে ৷ তাই আমাদের সকলকেই আরও সতর্ক হতে হবে ৷ বাচ্চা অসুস্থ হলেই দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে ৷’’

শিশুমৃত্যু ঠেকাতে সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ৷

আরও পড়ুন :Child Fever : মালদা মেডিক্যালে ফের শিশু মৃত্যু, তবে সংখ্যা নিয়ে ধোঁয়াশা

এদিকে, শিশুদের মধ্যে জ্বরের প্রাদুর্ভাব এবং তার ফলে মৃত্যুর জেরে চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের ৷ পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই অজানা জ্বরে আক্রান্ত হয়ে জলপাইগুড়িতে চারটি শিশুর প্রাণ গিয়েছে ৷ কিন্তু শিলিগুড়ি বা লাগোয়া এলাকায় এমন ঘটনা এই প্রথম ৷

ABOUT THE AUTHOR

...view details