পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Red Panda: 'রেড পান্ডা বৃদ্ধি প্রকল্পে' ফের উদ্যোগী পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক - পদ্মজা নায়ডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক

'রেড পান্ডা বৃদ্ধি প্রকল্পে'র (Red Panda Augmentation Programme) আওতায় আরও তিনটি রেড পান্ডাকে (Red Panda) ছাড়া হল জঙ্গলে ৷ দার্জিলিং'য়ের (Darjeeling) পদ্মজা নায়ডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের (Padmaja Naidu Himalayan Zoological Park) পক্ষ থেকে তিনটি স্ত্রী রেড পান্ডাকে শুক্রবার অগভীর জঙ্গলে ছাড়া হয় ৷

three female Red Panda release to jungle by Padmaja Naidu Himalayan Zoological Park of Darjeeling
Red Panda: 11 মাসের মাথায় আবারও জঙ্গলে ছাড়া হল রেড পান্ডা

By

Published : Dec 10, 2022, 6:37 PM IST

'রেড পান্ডা বৃদ্ধি প্রকল্পে' ফের উদ্যোগী পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক

দার্জিলিং, 10 ডিসেম্বর: 'রেড পান্ডা বৃদ্ধি প্রকল্পে'র (Red Panda Augmentation Programme) আওতায় আবারও সাফল্য পেল দার্জিলিঙের (Darjeeling) পদ্মজা নায়ডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক (Padmaja Naidu Himalayan Zoological Park) কর্তৃপক্ষ ৷ শুক্রবার চিড়িয়াখানার ঘেরাটোপ থেকে খোলা জঙ্গলে ছাড়া হল আরও তিনটি রেড পান্ডা (Red Panda) ৷

প্রসঙ্গত, রেড পান্ডা বৃদ্ধি প্রকল্পের সাফল্যের নিরিখে সারা দেশে প্রথম দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক ৷ 11 মাস আগেও তাদের তরফে জঙ্গলে রেড পান্ডা ছাড়া হয়েছিল ৷ উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এই চিড়িখানার অন্দরে রেড পান্ডার বংশবিস্তার ঘটানো হচ্ছে ৷ চিড়িয়াখানা চত্বরের ভিতর তোপকেদারা প্রজনন কেন্দ্রে বিশেষজ্ঞদের নজরদারিতে রেড পান্ডার প্রজনন ঘটানো হচ্ছে ৷ শুক্রবার এখান থেকেই তিনটি স্ত্রী রেড পান্ডাকে জঙ্গলে ছাড়া হয় ৷

আরও পড়ুন:ইটিভি ভারতের খবর পড়ে হিমালয়ান রেড পান্ডা দত্তক নিল বার্নপুরের ক্লাব

দার্জিলিং চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, এবার 4 বছরের নুমা এবং 2 বছরের তিস্তা ও নিরাকে ঘেরাটোপ থেকে জঙ্গলে ছাড়ার জন্য বেছে নেওয়া হয় ৷ প্রাথমিকভাবে তিনটি প্রাণীকেই গৈরিবাসের তূলনামূলক কম ঘন জঙ্গলে ছাড়া হয়েছে ৷ সেখানে এদের এক থেকে দেড়মাস পর্যবেক্ষণে রাখা হবে ৷ যদি দেখা যায়, প্রাণীগুলি জঙ্গলের স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছে, তাহলে এরপর তাদের ছাড়া হবে সিঙ্গালিলার অপেক্ষাকৃত ঘন জঙ্গলে ৷ যদিও খোলা জায়গায় এই তিনটি রেড পান্ডার কোনও অসুবিধা হবে না বলেই আশা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷ ঘন জঙ্গলে ছাড়ার আগে রেড পান্ডাগুলিকে জিপিএস কলার পরানো হবে ৷ নিউজিল্যান্ড থেকে এই কলারগুলি আনা হচ্ছে ৷ অত্যাধুনিক এই কলারের সাহায্যে এই তিনটি প্রাণীর উপর নজরদারি চালাবেন বিশেষজ্ঞরা ৷

উল্লেখ্য, 5 বছর আগে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে (Singalila National Park) রেড পান্ডার সংখ্যা ছিল 11 ৷ বর্তমানে তা বেড়ে হয়েছে 29 ৷ এর আগে গত জানুয়ারি মাসে দুই জোড়া রেড পান্ডা সিঙ্গালিলার জঙ্গলে ছাড়া হয়েছিল ৷ তাদের মধ্যে দু'টি পুরুষ এবং দু'টি স্ত্রী রেড পান্ডা ছিল ৷ আর এবার আরও তিনটি স্ত্রী রেড পান্ডাকে ধাপে ধাপে সিঙ্গালিলায় ছাড়ার প্রক্রিয়া শুরু করা হল ৷ এর জেরে দার্জিলিঙের চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা কমে হল 26 ৷ অন্যদিকে, রেড পান্ডা বৃদ্ধি প্রকল্পের সাফল্যের জেরে দার্জিলিং ও কালিম্পং জেলার সিঙ্গালিলা এবং নেওড়া ভ্যালি জাতীয় উদ্য়ানে (Neora Valley National Park) রেড পান্ডার সংখ্যা বেড়ে হয়েছে 70 ৷

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি (Basavaraj Holeyachi) এই প্রসঙ্গে বলেন, "গত জানুয়ারি মাসেই চারটি রেড পান্ডাকে জঙ্গলে ছাড়া হয়েছিল ৷ এবার আরও তিনটি স্ত্রী রেড পান্ডাকে জঙ্গলে ফেরানো হল ৷ এক-দেড়মাস নজরদারির পর তাদের সিঙ্গালিলার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details