পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Child Corona : দার্জিলিংয়ে করোনায় আক্রান্ত তিন শিশু, অবস্থা স্থিতিশীল - কার্শিয়াং মহকুমা হাসপাতাল

দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় করোনায় আক্রান্ত হল তিনটি শিশু ৷ তবে তাদের তিনজনের অবস্থাই স্থিতিশীল ৷ প্রথমে তাদের কার্শিয়াং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে দু’জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তাদের প্রত্যেকেই সুস্থ আছে ৷

three children infected by coronavirus in hilly area of Darjeeling
Child Corona : দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় করোনায় আক্রান্ত তিন শিশু, অবস্থা স্থিতিশীল

By

Published : Sep 25, 2021, 3:11 PM IST

দার্জিলিং, 25 সেপ্টেম্বর : অজানা জ্বরের আশঙ্কা ছিলই, দোসর করোনার সংক্রমণ ৷ দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় এবার শিশুদের শরীরেও মিললেও করোনা ভাইরাসের উপস্থিতি ৷ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমায় এখনও পর্যন্ত তিনটি শিশু করোনায় আক্রান্ত হয়েছে ৷ তাদের তিনজনকেই কার্শিয়াং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে আপাতত তিনটি শিশুই ভাল আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন :Child Fever: অজানা জ্বর মোকাবিলায় শহরে নজরদারি কলকাতা পৌরনিগমের

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথমে চার মাসের একটি শিশুর শরীরে করোনার সংক্রমণ ধরা পরে ৷ তবে চিকিৎসা শুরু হওয়ার পর দ্রুত সুস্থও হয়ে ওঠে সে ৷ এরপর চার বছরের আরও একটি শিশু করোনায় আক্রান্ত হয় ৷ কার্শিয়াং মহকুমা হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তবে সেখানে শিশুটি ক্রমশ সেরে উঠছে বলেই জানা গিয়েছে ৷ এরপর দেড় বছরের আরও একটি শিশুর শরীরেও কোভিড ভাইরাসের খোঁজ মেলে ৷ তাকেও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনায় উদ্বেগ বাড়ছে জেলা স্বাস্থ্য দফতরের ৷ যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণেই আছে বলে দাবি প্রশাসনের ৷

কার্শিয়াং মহকুমা হাসপাতালের সহকারি সুপার কৃষ্ণ ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, এই হাসপাতালে শিশুদের জন্য আলাদা করে কোনও কোভিড ওয়ার্ড বা আইসিইউ নেই ৷ ফলে করোনা আক্রান্ত শিশুদের এখানে রেখে দেওয়াটা ঝুঁকিপূর্ণ ৷ সেই কারণেই করোনা আক্রান্ত দু’টি শিশুকে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় ৷

করোনায় আক্রান্ত তিন শিশুর অবস্থাই স্থিতিশীল ৷

আরও পড়ুন :Child fever : উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজে আজ ফের এক শিশুর মৃত্যু

এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনার তৃতীয় ঢেউ আসন্ন ৷ আর তাতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ৷ এই অবস্থায় কার্শিয়াং মহকুমা হাসপাতালে শিশুদের জন্য কোভিড ওয়ার্ড এবং জরুরি বিভাগ না থাকাটা চিন্তার বিষয় ৷ যদিও দ্রুত এই সমস্যা মিটে যাবে বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের ৷ কারণ, ইতিমধ্যেই শিশুদের জন্য এই হাসপাতালে কোভিড ওয়ার্ড এবং আইসিইউ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ৷ সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেই কার্শিয়াং মহকুমা হাসপাতালেও করোনা আক্রান্ত শিশুদের ভর্তি রেখে চিকিৎসা করা সম্ভব হবে ৷ পাশাপাশি, এখনও পর্যন্ত পাহাড়ের শিশুদের মধ্যে অজানা জ্বরের প্রভাবও তেমন পড়েনি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷

ABOUT THE AUTHOR

...view details