দার্জিলিং, 25 সেপ্টেম্বর : অজানা জ্বরের আশঙ্কা ছিলই, দোসর করোনার সংক্রমণ ৷ দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় এবার শিশুদের শরীরেও মিললেও করোনা ভাইরাসের উপস্থিতি ৷ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমায় এখনও পর্যন্ত তিনটি শিশু করোনায় আক্রান্ত হয়েছে ৷ তাদের তিনজনকেই কার্শিয়াং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে আপাতত তিনটি শিশুই ভাল আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন :Child Fever: অজানা জ্বর মোকাবিলায় শহরে নজরদারি কলকাতা পৌরনিগমের
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথমে চার মাসের একটি শিশুর শরীরে করোনার সংক্রমণ ধরা পরে ৷ তবে চিকিৎসা শুরু হওয়ার পর দ্রুত সুস্থও হয়ে ওঠে সে ৷ এরপর চার বছরের আরও একটি শিশু করোনায় আক্রান্ত হয় ৷ কার্শিয়াং মহকুমা হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তবে সেখানে শিশুটি ক্রমশ সেরে উঠছে বলেই জানা গিয়েছে ৷ এরপর দেড় বছরের আরও একটি শিশুর শরীরেও কোভিড ভাইরাসের খোঁজ মেলে ৷ তাকেও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনায় উদ্বেগ বাড়ছে জেলা স্বাস্থ্য দফতরের ৷ যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণেই আছে বলে দাবি প্রশাসনের ৷