দার্জিলিং, 19 জুলাই: ভারত থেকে বাংলাদেশে গরু কিনে পাচারের সন্দেহে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার তিন বাংলাদেশি-সহ মোট পাঁচজন । গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ(Three Bangladeshi arrested in allegation of Cattle Smuggling in Siliguri) ।
সোমবার গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়ার ঘটনা । এদিন রাতে ফাঁসিদেওয়া থানার পুলিশ টহলদারির সময় একটি চারচাকার গাড়িকে সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে । এরপরই ওই গাড়িকে পিছু ধাওয়া করে আটক করে । গাড়ি থেকে তিন বাংলাদেশি ও দুইজন ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ফাঁসিদেওয়ার ব্লকের চটহাট অঞ্চলের পেঁয়াজি মোর এলাকায় সন্দেহজনক ওই চারচাকা গাড়িতে আটক করা হয় । সেইসময় গাড়িটিতে ছয়জন বাংলাদেশিকে সীমান্ত পার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । গাড়িটি পাকড়াও করার সময় তিনজন বাংলাদেশি পালিয়ে যায় । বাকিদের গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় ।