পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিনা আগ্রাসন বরদাস্ত নয়, প্রয়োজনে লড়তে প্রস্তুত ভারতের প্রাক্তন গোর্খা সেনারা - চিনা আগ্রাসন বরদাস্ত নয়

সীমান্তে এই চিনা আগ্রাসনের প্রতিবাদে সরব হল ভারতের প্রাক্তন গোর্খা সেনারা । GNLF-র গোর্খা ন্যাশনাল এক্স সার্ভিসমেন অর্গানাইজেশনের ইনচার্জ রিংগা তামাং জানান, ভারতের প্রয়োজনে তাঁরা ফের সীমান্তে শত্রু সেনার মুখোমুখি রাইফেল হাতে নিয়ে দাঁড়াতে রাজি আছেন ।

former Gurkha army of India
প্রয়োজনে লড়তে প্রস্তুত ভারতের প্রাক্তন গোর্খা সেনারা

By

Published : Jun 28, 2020, 4:49 AM IST

দার্জিলিং, 28জুন : ভারত ভূখণ্ড রক্ষায় প্রয়োজনেফের সীমান্তে দাঁড়িয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত ভারতের প্রাক্তনগোর্খা সেনারা । শনিবার দার্জিলিঙে এমনটাই জানালেনGNLFঅনুমোদিত ভারতের এই প্রাক্তন গোর্খাসেনার প্রতিনিধি রিংগা তামাং ।

লাদাখেরগালওয়ান কাণ্ডের জেরে ইন্দো-চিন সীমান্তে ভারত ও চিনের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। ভারত-চিন সীমান্তে এখন দু'পক্ষই সামরিক শক্তি বাড়িয়েছে । সীমান্তে এই চিনা আগ্রাসনেরপ্রতিবাদে সরব ভারতের প্রাক্তন গোর্খা সেনারা ।GNLF-র গোর্খা ন্যাশনাল এক্স সার্ভিসমেনঅর্গানাইজেশনের ইনচার্জ রিংগা তামাং বলেন, "ভারতের প্রয়োজনে তাঁরা ফের সীমান্তেশত্রু সেনার মুখোমুখি রাইফেল হাতে নিয়ে দাঁড়াতে রাজি আছেন । কিন্তু ভারত যাতেকোনোমতেই চিনের কাছে মাথা নত না করে । চিন সুপার পাওয়ার হলেও ভারতও কম কিছু নয় ।যেকোনও পরিস্থিতিতে ভারত যেন চিনের আগ্রাসন প্রতিরোধ করে । এক্ষেত্রে প্রাক্তনগোর্খা সেনাদের ফের সেনাতে ডাক এলে তাতেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে প্রস্তুত তাঁরা।"

প্রয়োজনে লড়তে প্রস্তুত ভারতের প্রাক্তন গোর্খা সেনারা

এই প্রাক্তন সেনা আরও জানান,তাঁর ভাই ললিত থাপা2004সালে কার্গিল যুদ্ধেশহিদ হন । তিনি নিজেও জম্মু কাশ্মীরের পুঞ্জ সেক্টরে কর্মরত ছিলেন । এরপর অবসরনেওয়ার পরও প্রয়োজনে এখনও যুদ্ধ ক্ষেত্রে যেতে রাজি । দার্জিলিঙে তাঁদের সংগঠনেএখনও দুই শতাধিক প্রাক্তন সেনা রয়েছেন । এছাড়া আরও প্রাক্তন সেনা রয়েছেন ।প্রত্যেকেই চান ভারত যাতে কোনোভাবেই চিনের আগ্রাসন বরদাস্ত না করে ।

ABOUT THE AUTHOR

...view details