দার্জিলিং, 28জুন : ভারত ভূখণ্ড রক্ষায় প্রয়োজনেফের সীমান্তে দাঁড়িয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত ভারতের প্রাক্তনগোর্খা সেনারা । শনিবার দার্জিলিঙে এমনটাই জানালেনGNLFঅনুমোদিত ভারতের এই প্রাক্তন গোর্খাসেনার প্রতিনিধি রিংগা তামাং ।
চিনা আগ্রাসন বরদাস্ত নয়, প্রয়োজনে লড়তে প্রস্তুত ভারতের প্রাক্তন গোর্খা সেনারা - চিনা আগ্রাসন বরদাস্ত নয়
সীমান্তে এই চিনা আগ্রাসনের প্রতিবাদে সরব হল ভারতের প্রাক্তন গোর্খা সেনারা । GNLF-র গোর্খা ন্যাশনাল এক্স সার্ভিসমেন অর্গানাইজেশনের ইনচার্জ রিংগা তামাং জানান, ভারতের প্রয়োজনে তাঁরা ফের সীমান্তে শত্রু সেনার মুখোমুখি রাইফেল হাতে নিয়ে দাঁড়াতে রাজি আছেন ।
লাদাখেরগালওয়ান কাণ্ডের জেরে ইন্দো-চিন সীমান্তে ভারত ও চিনের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। ভারত-চিন সীমান্তে এখন দু'পক্ষই সামরিক শক্তি বাড়িয়েছে । সীমান্তে এই চিনা আগ্রাসনেরপ্রতিবাদে সরব ভারতের প্রাক্তন গোর্খা সেনারা ।GNLF-র গোর্খা ন্যাশনাল এক্স সার্ভিসমেনঅর্গানাইজেশনের ইনচার্জ রিংগা তামাং বলেন, "ভারতের প্রয়োজনে তাঁরা ফের সীমান্তেশত্রু সেনার মুখোমুখি রাইফেল হাতে নিয়ে দাঁড়াতে রাজি আছেন । কিন্তু ভারত যাতেকোনোমতেই চিনের কাছে মাথা নত না করে । চিন সুপার পাওয়ার হলেও ভারতও কম কিছু নয় ।যেকোনও পরিস্থিতিতে ভারত যেন চিনের আগ্রাসন প্রতিরোধ করে । এক্ষেত্রে প্রাক্তনগোর্খা সেনাদের ফের সেনাতে ডাক এলে তাতেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে প্রস্তুত তাঁরা।"
এই প্রাক্তন সেনা আরও জানান,তাঁর ভাই ললিত থাপা2004সালে কার্গিল যুদ্ধেশহিদ হন । তিনি নিজেও জম্মু কাশ্মীরের পুঞ্জ সেক্টরে কর্মরত ছিলেন । এরপর অবসরনেওয়ার পরও প্রয়োজনে এখনও যুদ্ধ ক্ষেত্রে যেতে রাজি । দার্জিলিঙে তাঁদের সংগঠনেএখনও দুই শতাধিক প্রাক্তন সেনা রয়েছেন । এছাড়া আরও প্রাক্তন সেনা রয়েছেন ।প্রত্যেকেই চান ভারত যাতে কোনোভাবেই চিনের আগ্রাসন বরদাস্ত না করে ।